আজ দুপুর ২ টায় কাজ শেষে রুমে ফিরছিলাম। পথে আসতে একটি লাইট পোস্টের নিচে দেখলাম একজন মহিলা ছেড়া পিলিথেনের ভিতর থেকে খাবার খাচ্ছে। পাশে আর একটি কুকুর খাচ্ছে। প্রানী মাত্র ক্ষুধা। এ যেন মৃত্যু ক্ষুধা।
খাবার খাচ্ছে একই স্থান থেকে। থেমে গেলাম । তাকালাম গভীরভাবে। মনে হল মহিলার বয়স হবে পাঞ্চাশের উপরে হবে। কোন বিয়ে অনুষ্ঠানের উছিষ্ট ঝুটা থেকে খুজে খুজে খাবার খাচ্ছে।
বেশ অনেকক্ষন তাকালাম। মানুষের ভীড় লেগে যেতে পারে। ভীড় লাগলে হয়ত মহিলার কোনো ক্ষতি হতে পারে। তাই চলে আসলাম। শিল্পী জয়নাল আবেদীনের তুলিতে দুর্ভিক্ষের ছবি দেখছি নিন্ম মাধ্যামিকে পাঠ্য অধ্যায়ন করতে গিয়ে।
সেখানে কাক আর কঙ্কাল সার মানুষ খাবার খাচ্ছে।
খুব খারাপ লাগল
আমি যদি সাংবদিক হতাম । আমার যদি একটা ক্যামেরা থাকত । তাহলে ছবি তুলে সবাইকে দেখাতাম। দেখ সভ্যতা মানুষ বেঁচে থাকার জন্য কি খাবার খায়।
তোমরা যারা অপচয় কর। খাবার নষ্ট কর। হয়ত তোদের আশপাশে কেউ এমনভাবে কস্ট করছে দুমুট অন্নের আশায়। আমরা কি এদের সাহয্যে এগিয়ে আসতে পারি না। নিরব দুর্ভিক্ষ কবে যাবে।
কোন দাতা বা ধণী দেশ আমাদের দু:খ লাগবে কোন দিনই এগিয়ে আসবে না। আমাদের কষ্ট আমাদের সইতে হবে। খোদা মোদের শকতি দাও এই কষ্ট বহিভার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।