reaz.shahed@gmail.com
২০ মে ২০০৮, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১১ টা ৩৫ মিনিট; দেশের ব্লগইতিহাসের একটি অবিস্মরণীয় মুহূর্ত; সামহোয়্যারইনব্লগে নাজিল হইলো মাইনুল নামক একটি সুশীলজামাতি ব্লগারের এক ঐতিহাসিক পোস্ট- "৭১ এ জামাতের কোন নেতা তো দুরের কথা কোন কর্মী ও যুদ্ধাপরাধ করে নি"।
অভিনন্দন মাইনুল ভ্রাতা, আপনাকে অভিনন্দন; আপনি ব্লগের স্মরণকালের অন্যতম সেরা পুতিগন্ধময় আবর্জনাপূর্ণ পোস্ট রচনা করিতে সক্ষম হইয়াছেন! ইহা করিতে যাইয়া নিশ্চয়ই আপনার প্রচুর শ্রম-ঘাম-মেধা ব্যয় হইয়াছে, আপনার হয়তো এইবেলা কিঞ্চিৎ বিশ্রাম প্রয়োজন; কিন্তু না, ইসলামের সেবক মহান মইত্যা কে ধরিয়া লইয়া যাওয়া হইয়াছে, এইক্ষণে তো হাতপাশিশ্ন গুটাইয়া বসিয়া থাকিতে আপনি পারেন না, অতএব জিহাদী জোশ চলিতেছে জোরসে।
[ আপনার নর্দমাপোস্টের এতোই মাহাত্ম্য যে, বহুদিন পর ব্লগে আমার প্রিয় ব্লগার (যদিও উনার ব্লগে আমি ব্যান দীর্ঘদিন যাবৎ) নর্দমাবাসির উপস্থিতি টের পাইতেছি। ]
ব্লগাররা, মাইনুল ভ্রাতাকে অভিনন্দন জানান দলে দলে; চেষ্টা করিয়াও এতো নিম্নমানের পোস্ট (তাও আবার সজ্ঞানে) রচনা করা আমাদিগের পক্ষে কোনোদিন সম্ভব নহে।
বি: দ্র:- "সৎ লোকের শাসন" চাই; তয় জেলের ভিত্রে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।