আমি এ প্রস্তাব শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি যে , মযলুমকে জালিমের নিকট ক্ষমার আবেদন জানাতে বলা হচ্ছে । আল্লাহর কসম ! ক্ষমা প্রার্থনার কয়েকটি শব্দ আমাকে ফাঁসি থেকেও রেহাই দিতে পারে , তবু আমি এরূপ শব্দ উচ্চারন করতে রাযী না। আমি আল্লাহর দরবারে এমন অবস্থায় হাযির হতে চাই, যে, আমি তার প্রতি এবং তিনি আমার প্রতি সন্তুষ্ট
"আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ" - ফাসির দন্ডপ্রাপ্ত মিশরে ইখওয়ান নেতা সাইয়্যেদ কুতুব শহীদের এ ছিলো এক মহাঐতিহাসিক উচ্চারণ ।
মিশরে ইসলামী আন্দোলনের বিদ্যুতগতি-জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত মিশররাজ কর্ণেল নাসেরর কুকর্মের কারনে আজো সে ঘৃণিত-নিন্দিত এক ফেরাউনের উপাধি নিয়ে ইতিহাসের আস্তাকুড়ে পড়ে আছে ।
এই কি শুরু আর এই কি শেষ ? কখনও না !!।
ইসলামী আন্দোলনের রাসুলযুগের মহান সাহাবাগন যে সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, যুগ যুগ,যুগ.. .. ধরে সে ধারা বয়ে চলেছেন প্রতিটি যুগের মুয়াজ্জিনেরা ।
"আপনারা মনে রাখবেন যে , আমি কোন অপরাধ করিনি । আমি তাদের কাছে কিছুতেই প্রানভিক্ষা চাইবোনা । "
বইয়ের নাম কাদীয়ানি সমস্যা । যে বই আজ অবধি কেউ নিষিদ্ধ করার ধৃষ্টতা দেখাতে সাহস করেনি , সেই বই লেখার অপরাধে শতাব্দীর আরেক মুজাদ্দিদ সাইয়্যেদ আবুল আলা মওদুদী (রঃ) কে শেষতক ফাসির দন্ডই দিয়ে ফেলল বেকুব রাজপ্রসাশন ।
সরকার জানিয়েছিলো, প্রান ভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছ।
যার আরেক ঐতিহাসিক জবাব ইতিহাস স্বরণ করবে যুগ যুগান্তর ধরে ,
".. .. .. .. এমনকি আমার পক্ষ থেকে অন্য কেউ যেন প্রান ভিক্ষা না চায়-না আমার মা-না আমার ভাই-না আমার স্ত্রী-পুত্র-পরিজন । জামায়াতের লোকদের কাছেও আমারএই নিবেদন । "
ফাসিরমঞ্চে একজনের কাছ থেকে আত্মহত্যা সংক্রান্ত তথ্য জানতে পেরে সেদিন তিনি মৃদু হেসে বলেছিলেন, "যে প্রানভরে শাহাদাতের সুধা পান করতে যাচ্ছে, সে কি এমনই নির্বোধ যে আত্মহত্যা করে জাহান্নামে যাবে । "
দেশব্যাপী নয় কেবল, পুরো পৃথিবীব্যাপী বিক্ষোভের মুখে সরকার সে যাত্রায় ফাসির দন্ড সরিয়ে নিতে বাধ্য হয় ।
৬৩ সালে সম্মেলনে বক্তব্য দেয়াকালীন সন্ত্রাসীরা মওদুদী রঃ কে লক্ষ করে গুলি চালাল , চারদিক থেকে চিৎকার করে তাকে বসে পড়তে বলা হলো। ।
মাওলানা অবিচল দাড়িয়ে থেকেই সেদিন বললেন, "আমি যদি বসে পড়ি, তাহলে দাড়িয়ে থাকবে কে ?
ইসলামের এ ইতিহাস, ইসলামী আন্দোলনের এ ইতিহাস- ধ্রুব সত্যের ইতিহাস । পৃথিবীর কোন পরিস্থিতি ইসলামের এ বিপ্লবী আন্দোলনকে দমন করতে পারেনা, পরেনি, পারবেও না ।
ভোগবাদী প্রতিপক্ষের সীমাব্দ্ধ জীবনচিন্তা মৃত্যুর মুহুর্ত পর্যন্ত গিয়ে থেমে যায় ।
আর যারা বিশ্বাস করে নিয়েছে, "মুমিনদের জান ও মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে" তাদেরকে পরাজিত করবে, হা হা... সে বড় হাস্যকর চিন্তা ভাবনা !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।