আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাশন ও স্টাইল



সেদিন রেডিও টু-ডে তে একটা অনুষ্ঠান শুনছিলাম। ঐ অনুষ্ঠানে "ফ্যাশন" কে প্রধান বিষয় করে রেডিও জকি সকলের মতামত চেয়ে এসএমএস করতে বলছিল। ফ্যাশন সম্পর্কে সকলেই তাদের নিজ নিজ মতামত জানিয়ে এসএমএস করছিল এবং লক্ষ্য করলাম প্রায় সকলেই ফ্যাশনকে ব্যাক্তিত্ব প্রকাশের মাধ্যম বলে জানাচ্ছিল। অথচ ফ্যাশন হল পরিবর্তনশীল। ফ্যাশন আসে, ফ্যাশন যায়।

নিত্যদিন ফ্যাশন পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যাক্তিত্ব কি পরিবর্তনশীল? আসলে মানুষের ব্যাক্তিত্ব প্রকাশ পায় তার ষ্টাইল এর মাধ্যমে। ফ্যাশন আর ষ্টাইলের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যদি ফ্যাশনকে মুখোশের সাথে তুলনা করি, তাহলে ষ্টাইলকে বলা চলে ব্যাক্তির আসল চেহারা। একজন মানুষ তার ষ্টাইল দ্বারা অন্যের কাছে নিজেকে প্রকাশ করে। একজন সফল মানুষকে সকলেই স্মরণ করে তার কর্মের কারনে, অনুসরন করে তার ষ্টাইল আর তখনই তা হয়ে যায় ফ্যাশন।

তাই বলা চলে ফ্যাশন কারও নিজস্ব ব্যাক্তিত্ব প্রকাশ করে না বরং তা অন্যের ব্যাক্তিত্বকে অনুসরন করা মাত্র। আর স্টাইল একজনের নিজস্ব ব্যাপার, নিজের স্বকীয়তা প্রকাশ করে। স্টাইল একজনের ব্যাক্তিগত বিষয় কিন্তু ফ্যাশন হলো সমষ্টিগত মানুষের বিষয়। সকলেই যখন একই ধরনের ডিজাইন অনুসরন করে, একই ধরনের কথা বলে তখন তা হয়ে যায় ফ্যাশন। ফ্যাশন আর স্টাইলের মধ্যে যেমন মিল রয়েছে তেমন পার্থক্যও রয়েছে।

দু'টোকে এক করা ঠিক হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.