সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। মানুষকে আনন্দ দেওয়াই আমার সাধনা, কষ্ট নয়।
কি ধরণের চরিত্র তা বলতে পারব না। যেটা বুঝিনা তা নিয়ে মন্তব্য না করাই শ্রেয়। আমি এই হিমু চরিত্র নিয়ে ছোটখাটো একটা জরিপ করে ফেলেছি।
ফলাফল হল এই অধিকাংশ মনে করে হিমু কোন চরিত্রের মধ্যে পরে না এবং হিমুকে অনেকেই অপছন্দ করে। তবে আমি হিমুর অন্ধভক্ত। বেশ কয়েকটা বই শেষ এবং অপঠিত হিমুর সংখ্যাও কম। এই ভেবে দুঃখ পাচ্ছি হুমায়ুন আহমেদ নেই তাই নতুন হিমু বই আসবেনা ।
হিমু সিরিজের দুটি বই পড়ে রীতিমত অবাক হয়েছি।
একটি হল "হিমু মামা" যেখানে আসল হিমুর নাম গন্ধও নেই।
অপরটি "আঙুল কাটা জগলু "। বইটি পড়ার আগে ভেবেছিলাম এটি মিসির আলী কিংবা হিমুর মত নতুন কোন চরিত্র হবে। বাস্তবিক তা হয়নি এখানেও হিমু। তবে বইটার শেষ হয়েছে একটি ধাঁধার সমাধান দিয়ে।
হিমুর সবকটি বই এর মধ্যে যে বইগুলো ভাল লেগেছে তার মধ্যে অন্যতম আঙুল কাটা জগলু।
রাতে হাটা নাকি হিমুর অভ্যাস। হিমু অবশ্য দিনেও হাটে। আমিও দিনে হাটি। দুই চোখ বন্ধ করে আগে একটা নিজের মত করে পরিবেশ তৈরী করে নিই।
তারপর শুধু হাটি আর হাটি। আর আমি এখন হাটছি….........!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।