সুপ্রিয় ব্লগারবৃন্দ,
হিমুকে নিয়ে জরিপ-১ এর প্রশ্ন ছিলো : হিমুর কোন বইটা আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে এবং এখনো করছে ?
আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আমি অভিভূত ! কাগজ-কলমে সৃষ্ট একটা চরিত্রেও যে প্রাণ সঞ্চার হতে পারে তার প্রমাণ আপনাদের অংশগ্রহণ, স্মৃতিচারণ এবং হিমুকে নিয়ে বিভিন্ন চিন্তা-ভাবনা।
ফলাফল :
১. ময়ূরাক্ষী : ব্লগার ভোটে সবচেয়ে বেশি এগিয়ে আছে যে বইটি, সেটি হলো 'ময়ূরাক্ষী'। ভাবতেই আশ্চর্য লাগে আঠারো বছর আগে লিখা হিমুর প্রথম বইটি এখনো বুকে জড়িয়ে রেখেছেন হাজারো পাঠক !
ভোট সংখ্যা : ৮ টি
২. দরজার ওপাশে : ব্লগার ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে 'দরজার ওপাশে'। এ বইটিও বেশ পুরোনো কিন্তু স্মৃতির রঙে বর্ণিল আপনাদের কাছে। সেই গর্ত খুঁড়ে জোছনা দেখার দৃশ্যটা স্মৃতিচারণ করেছেন ব্লগার তাকা !
ভোট সংখ্যা : ৬ টি
৩.হিমুর দ্বিতীয় প্রহর : মিসির আলী থাকায় এ বইটি অনেকের কাছে প্রিয় হলেও মূলত হিমুকেই প্রাধান্য দিয়ে বইটি লিখা হয়েছিলো।
ভোট সংখ্যা : ৩টি
হিমু : এই বইটিও পুরোনো তবে পাঠকের হৃদয়ে অনিন্দ্য।
ভোট সংখ্যা : ৩ টি
হলুদ হিমু কালো রেব : এ বইটি নতুন প্রজন্মের। ভালো লেগেছে অনেকেরই। যারা হিমুকে চিনতেন না, তারা চিনেছেন এ বইয়ের মাধ্যমে। লেখক, সাংবাদিক, কবি, নাট্যকার আনিসুল হক তো 'প্রথম আলো'তে একটা প্রবন্ধ-ই লিখে ফেলেছিলেন 'হলুদ হিমু কালো রেব' বইয়ের ওপর !
ভোট সংখ্যা : ৩টি
সে আসে ধীরে : হৃদয় ছুঁয়ে যাওয়া এক বই।
হিমুর পূর্ণাঙ্গ রূপ স্থান পেয়েছে হাস্যরস ও করুণ উপাখ্যান মন্ডিত এই বইয়ে।
ভোট সংখ্যা : ৩টি
( বি. দ্র. : তৃতীয় স্থানে উপরোক্ত চারটি বই-ই স্থান পেয়েছে !)
৪. পারাপার : আমাদের সবার প্রিয় পারাপার রয়েছে চতুর্থ স্থানে।
ভোট সংখ্যা : ২ টি
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম : লাখো তরুণের প্রিয় বই। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের 'নীলপদ্ম থিওরি' মনে আছে তো সবারই ?
ভোট সংখ্যা : ২ টি
হিমু রিমান্ডে : সদ্য প্রকাশিত বই। হিমুর অন্য এক রূপ দেখি এই বইয়ে।
সেই রূপ ভীষণ সাহসী আর হিমুর চেহারার বর্ণনা রয়েছে এই বইয়ে।
ভোট সংখ্যা : ২টি
৫. আঙুল কাটা জগলু : সুন্দর বই। অনেকের পছন্দ।
ভোট সংখ্যা : ১টি।
হিমুর সবগুলো বই : চারজন ব্লগার বলেছেন হিমুর সবগুলো বইয়ের কথা।
সেরা কমেন্টস :
১১ ই মে, ২০০৮ রাত ১১:১৭
যেমন ইকোনোমিক্স বলেছেন: আমি হিমুর যেই বই পড়ি আমার চোখে পানি এসে যায়।
ওর কান্ডকারখানা এমন যে প্রথমে হাসায় শেষে কাদায়।
আমি ওর অন্ধভক্ত কিন্তু বলব ওকে খুব নিখুতভাবে
তৈরী করেছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
১৪ ই মে, ২০০৮ সকাল ৯:৪৭
িনশাচর বলেছেন: ভাইরে- হিমু বলতে (হুমায়ুন আহমেদের) অজ্ঞান- হিমুর প্রত্যেকটি বই আমার কি যে লাগে বলতে পারবো না- শুধু এইটুকু বলতে পারি- হিমুর বই পেলে আমি শেষ না হ্ওয়া পর্যন্ত পৃথিবীর সবকিছুই ভুলে যাই- সত্যি কথা ভাই- ভালো থাকবেন-
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
১৩ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
তাকা বলেছেন:
আমার প্রিয় হইল ঐ বইটা নাম মনে নাই এখন পূর্ণিমা দেখার জন্য বালিতে গর্ত খুড়ে গলা পর্যন্ত মাটি চাপা দিসিল সেইটা। আর রূপার বাবারে ফোন কইরা বলত হ্যালো ফায়ার স্টেশন..................তারপর কত বাসায় ফোন কইরা যে বলছি হ্যালো ফায়ার স্টেশন কোন হিসাব নাই।
আহারে কি দিন ছিল
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
রন্টি চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে আমিও সম্পুর্ন দ্বিমত পোষন করছি।
হিমু একটি এন্টি লজিক চরিত্র ঠিক আছে। সময়ে সাথে সাথে এতে কিছু যোগ হবে ঠিক আছে। কিন্তু হিমুকে কেউ বন্ড হিসেবে দেখতে চায় না। আর খুনখারাবিতেও না।
যা হোক যার যার পছন্দ আলাদা। আমি হিমু লিখব আপনাকে পড়তে দিব।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
১২ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৬
পথিক৪১৭ বলেছেন: একটা বয়সে হিমু বেশ নাড়া দিয়ে যেত; কিন্তু এখন মনে হয় বাস্তবতা আর হিমুর দুই মেরুতে বসবাস।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।