হিমু- কম- বেশি সবার-ই সুপরিচিত একটি চরিত্র। সমসাময়িক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরোধা ড. হুমায়ূন আহমেদ স্যারের নিজেরও প্রিয় চরিত্র এই 'হিমু'। হিমু আলোড়িত করে টিন-এজারদের এমনকি তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধাদেরও !
হিমুকে নিয়ে জরিপ -১ এর বিষয় হলো :
হিমুর কোন বইটা আপনাদেরকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে এবং করছে ?
সকল ব্লগারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি ।
হিমুকে নিয়ে যত লেখা বই :
১. ময়ূরাক্ষী
২. দরজার ওপাশে
৩. হিমু
৪. পারাপার
৫. ...এবং হিমু
৬. হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
৭. হিমুর দ্বিতীয় প্রহর
৮.হিমুর রূপালী রাত্রি
৯. একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
১০. চলে যায় বসন্তের দিন
১১.হিমু মামা
১২.সে আসে ধীরে ( আমার হট ফেভারিট !)
১৩.আঙুল কাটা জগলু
১৪.হলুদ হিমু কালো RAB
১৫.আজ হিমুর বিয়ে
১৬.হিমু রিমান্ডে
...হিমু রুদ্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।