আমার কি-বোর্ডের পাশে 'প্রথম আলো' পত্রিকা। পত্রিকা হাতে পেয়ে মানুষের চোখ অটোমেটিকলি চলে যায় বড় বড় কালো অক্ষরে লিখা হেডলাইনে। কিন্তু আমার হয় উল্টোটা ! আমি পেপার পড়া শুরু করি শেষ পৃষ্ঠা থেকে !
তবে আজকে প্রথম পৃষ্ঠার এই খবরে চোখ আটকে গেল : 'হাসপাতালে সাড়ে পাঁচ হাজার টাকার স্যুটে আছেন কারাবন্দী আমিন হুদা !'
হাইকোর্টে তিনটি ইয়াবা মামলার কার্যক্রম স্থগিত !
এই হলো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং তাঁর আইন ! পেপার থেকে উদ্ধৃতি না দিয়ে পারছি না : পাশাপাশি দুটি কক্ষ নিয়ে একটি ডিলাক্স স্যুট। একটি বসার অন্যটি শোয়ার ( বাথরুম করার থাকলে ভালো হতো !)। ভেতরে আছে টিভি, ফ্রিজ, টেলিফোনসহ আধুনিক জীবনযাপনের সব উপকরণ।
চিকিৎসাব্যয়ের বাইরে এ স্যুটের এক দিনের ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা ! এমন একটি স্যুট নিয়ে এক মাস ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের এই কক্ষে দিন কাটাচ্ছেন নিষিদ্ধ মাদক 'ইয়াবা' ব্যবসায়ী আমিন হুদা। তাকে ( ত এর উপর চন্দ্রবিন্দু সাধারণত শ্রদ্ধাশীল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, আমিন হুদার মতো অপরাধীর জন্য না, প্রথম আলো কেন যে এই ভুলটা করে ফেললো !) ২৪ ঘন্টা পাহারা দিতে মোতায়েন করা হয়েছে ১৫ জন পুলিশ ও কারারক্ষী। ( এককথায় জামাই আদর যাকে বলে। বাহ !)
আশ্চর্যের বিষয়- বদমাশটার চেহারায় দাঁড়ি আছে, কেমন একটা নিষ্পাপ - নিষ্পাপ ভাব !! তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ শুরুর পরপরই হঠাৎ করে থেমে গেছে ( না কি থামিয়ে দেয়া হয়েছে, আমিন হুদা বড়লোক মানুষ ! )। সে গত ১২ এপ্রিল ভর্তি হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে।
বর্তমানে সবচেয়ে দামি কেবিনে সে আছে। আমি হুদার বিরুদ্ধে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, ভায়াগ্রা ট্যাবলেট, ইয়াবা সেবনের কাগজসহ ২৫ ধরণের সরঞ্জাম উদ্ধারের মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় চলছিল। ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা মাদকদ্রব্য আইনে চলতে পারে না বলে আমিন হুদার পক্ষের আবেদনের উপর ভিত্তি করে মামলার কার্যক্রম স্থগিত করা হয় !
কয়েকজন আইনজীবী বলেছেন - ইয়াবাসহ ছয় যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু আমিন হুদার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ এখনো প্রাথমিক পর্যায়ে-ই স্থগিত রয়েছে !
কদিন আগেই প্রথম আলোতে দেখলাম- উনি আলেকজান্ডার পুশকিনের মতো হাতকড়াবিহীন অবস্থায় সাঙ্গ-পাঙ্গদের সাথে বীরদর্পে আদালতের বাইরে হাঁটা-হাঁটি করছেন ! পেছনে পানির বোতল নিয়ে গোঁফওয়ালা চামচা ছুটছে !
বাংলাদেশের আইন সংস্কার করা প্রয়োজন... অনেক অপরাধের জন্য আইন এর ব্যবস্থা এত হাস্যকর যে শুনলে হাসি পায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।