ঘুম
র্যাব অধিনায়ক জানান, নিকির সঙ্গে বাগদান অনুষ্ঠানে জয়নাল যে হীরার আংটি উপহার দেন তার দাম কমপক্ষে ১৫ লাখ টাকা। আর এর কিছুদিন পরই নিকির ছোট বোন পুস্পিতার বাগদান হয়। ওই অনুষ্ঠানের পুরো ব্যয়ভার বহন করে জয়নাল। বাগদান অনুষ্ঠানের পরদিন জয়নালের খরচে জিএমজি এয়ারলাইন্সের পুরো বিমান ভাড়া করে তারা কক্সবাজারে যান। কক্সবাজার সফর শেষে নিকি ও জয়নাল টোকিওতে হানিমুন করতে যান।
সেখানে তারা অভিজাত হায়াত রিজেন্সি হোটেলে থাকেন। এই সফরে জয়নালের মোট দেড় কোটি খরচ হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব অধিনায়ক আরো জানান, নিকি বিদেশ থেকে ৭০ লাখ টাকা খরচ করে তার স্কিন (ত্বক) পরিবর্তন করেছে। আর কৃত্রিম এই ত্বক পরিচর্যার লোশন বাবদ প্রতিমাসে খরচ হয় ৬০ হাজার টাকা। জয়নালের বাড়ির ১৬জন গৃহকর্মীর মধ্যে দুজনের প্রতিদিনের কাজই ছিল নিকির শরীরে লোশন লাগিয়ে দেওয়া।
ত্বকের সমস্যার কারণে নিকি গ্লাভস পড়ে খাবার খেতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।