স্পটে স্পটে পোলাপান ভীড়,
ইয়াবার কেনা বেচা সব অস্থির।
বাপ মার টাকা ছাই চোখ ভেজা জলে,
পোলা মাইয়া সব আজ ডুবলোকি তলে।
সুঁই লাইটার আর ফয়েল পেপার,
চম্পা গোলাপ জিপি কত্ত খাবার।
কয়েনের পাউডারও চেটে পুটে খায়,
শয়তানের ভাই হবে হলে অপচয়।
কেউ কেউ বলে এটা শিল্পের শুরু,
কেউ কেউ রোজ খায় সব ডাকে গুরু।
রাত জাগা ঘুম হারা নেশা খোর চোখ,
খোর ভাবে সেই ফিট বোকা সব লোক।
নরমাল জীবনের ভুলে যাবে মায়া,
বাবা খেয়ে মন বলে ভালো আছি ভায়া।
গায়েতো ব্যাপক জোর ঘুম নাই চোখে,
আমি কি যে হয়ে গেছি বুঝলোনা লোকে।
ধীরে ধীরে হয়ে যাবে সব কিছু নাশ,
হারাবে শরীর মন দিয়ে ঢুলি বাশ।
শুরু হবে পাগলামি বুঝবেনা নিজে,
আজ বলা কথা কাল পাবেনা সে খুঁজে।
খেতে খেতে একদিন টান পরে টাকা,
শুরু হয় ছিনতাই বিপথের চাকা।
কেউ যায় ব্যাবসায় ইয়াবার বিক্রি,
কিছু ক্যাপটেন ছাড়ে আর্মির চাকড়ি।
আইনের ফাঁক গলে হাজার চালান,
নিত্য নতুন আসে নয়া নয়া প্ল্যান।
বার্মার বুলু মিয়া পাছায় ভরে আনে,
সে জিনিসও পোলাপান মজা করে টানে।
জুতার সোল আর সিগারেটে ভরা,
ইয়াবার চালানের ব্যাবসাটা কড়া।
কিছু মেয়ে হতে চায় খুব স্মার্ট,
ছাই পাশ বাশ খেয়ে নিতে যায় পার্ট।
টাকায় পড়লে টান শরীর দিবে পেতে,
খোরেরা তো রেডি আছে লুটে পুটে খেতে।
শুরুটাতো মাগনা আদর করে দিবে,
বিনিময়ে বুঝবানা কি লুটে নিবে।
দান দান তিন দান হলো অভ্যাস,
বুঝে নিও জীবনের হয়ে গেলো নাশ।
মুখে মুখে কথা হবে এই শেষ বার,
কাল থেকে ছেড়ে দিবো ধরবোনা আর।
সেই কাল কালে খাবে বেশি হলে গ্যাপ,
কদিন পরেই হবে নিউ রোড ম্যাপ।
নতুন ফন্দি হবে চল দোছ্ খাই,
আকাশতো মেগলা পার্টি বানাই।
আকাশেতে মেঘ নাই মেজাজটা হট,
কই গেলি দোছ্ তোরা আয় ঝট পট।
পারলে আনিস তোর বান্ধবী টারে,
আজ মোর ফাকা বাসা কেউ নেই ঘরে।
এভাবেই ওরা যাবে রোজ খাওয়া হবে,
মুখ থেকে ফেলে দিলে সেই ছেপও খাবে।
এই খোর সেই খোর ফিরবেনা আর,
মিথ্যা কসম খাবে মা ও বাবার।
সময় থাকতে রুখো বাবা মহা ত্রাশ,
পরিচিত কারো কি হচ্ছে সর্বনাশ। । ।
(কারো করো খারাপ লাগতে পারে,তারা আমাকে মাফ কইরে দিয়েন,আর বিশ্বাস করেন আর না করেন,বাস্তব অবস্থা আরো খারাপ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।