আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা প্রেম!

!!!

কবি জীবনানন্দ দাশ জীবনের পথ চলতে চলতে এক সময় ক্লান- হয়ে পড়েছিলেন। তার সেই ক্লান- শরীরে দুদন্ড শান্তি এনে দিয়েছিল নাটোরের বনলতাসেন। জীবনানন্দ দাশের ক্লানি- ছিল হাজার বছরের। কিন' বর্তমানে ভেজালের ভীড়ে সবাই ঘন ঘন এত বেশি ক্লান- হন যে বনলতাসেন আবিষ্কার করার মতো শক্তিটুকু আর থাকে না। রেডিমেড বনলতাদের পিছে ছুটতে এমনিতেই সবাই ক্লান- থাকে।

তারপর এসব বনলতাদের গা থেকে ভেসে আসা সর্দি ভেদ করা পারফিউমের গন্ধ আর কড়া ড্রেস আপে দর্শকরা হয়ে পড়েন প্রয়োজনের অতিরিক্ত ক্লান-। ক্লান- দেহ, ক্লান- মন, ক্লান- হৃদয়...! আর পারছি না গুরু..! করতে হবে নতুন করে শুরু... ক্লানি- যখন জানালা দিয়ে আসতে শুরু করে ভালোবাসা আর ভালোবাসার মানুষ তখন দড়জা দিয়ে পালাতে শুরু করে! মনে অশান্তি, বাড়াতে হবে শক্তি, নইলে প্রেমের প্রতি থাকবে না কোন ভক্তি। সেই দুর্বিসহ ক্লানি-র রাজ্যে ...গুড়া মসলার গুনের মতো এসে হাজির হলো ইয়াবা. ইয়াবা.. ইয়াবা...!!! প্রেমিকার মুখের এক টুকরো হাসি যেন এক ফালি চাঁদ বুক পকেটে চলে আসা। এপার বাংলার রোমিওরা ঝাপিয়ে পড়লো সেই ফালি ফালি চাঁদের অন্বেষনে। ব্যাচেলরদের পাশাপাশি তবে কেন ননব্যাচেলররাও এ ইয়াবার প্রেমে পড়লো? উত্তরটাও সহজ।

গুরুজনদের দেওয়া একটি প্রবাদ আছে। দিনের পর দিন মনে যদি মন্দাভাব চলতে থাকে তবে একখান প্রেম করুন। তারপরও যদি মনের মধ্যে উড়- উড়- ভাবখানা থেকেই যায় তবে একখান বিয়ে করুন। বিয়ের পর জীবনে যদি অবসাদ নেমে আসে তবে বাবা হন। বাবা হওয়ার পর যদি আবার লাইফটা হেল হেল মনে হয় তবে আরেকখান প্রেম করুন।

এভাবে চালিয়ে যান, জীবনে বোরিং ভাইরাস যতদিন আপনার পিছু না ছাড়ছে। কিন' এরকম স্টেপ বাই স্টেপ চালাতে চালাতে এই প্রক্রিয়াগুলোই একসময় সবার কাছে বোরিং হয়ে আসলো। তো তখন কি করা? উপায় একটাই, গুরুদেব ইয়াবা। লাঠি ভড় দিয়ে তারা প্রবেশ করতো ইয়াবা স্পটে আর বুল ডেজারের মতো শক্তি নিয়ে চলে যেতো জায়গা মতো। এক সময় লাঠি ভড় দিবে কি লাঠি তো উচু করার শক্তিটুকুও শেষ, তখন কৌটা ভর্তি ইয়াবা খেয়েও আর কাজ হয় না বাজারে ইয়াবার চেয়ে শক্তিশালী কি আছে তাই খুঁজতে থাকে...।

কিন্তু ইয়াবা তো বড়লোকের খাবার। ধনী আর ধনীর দুলালেরা খায়। তাই এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা করার সামর্থ্য আছে। ইয়াবার মতো আরও অনেক মহাঔষুধ আছে যা আমাদের রাস্তাঘাটেই পাওয়া যায়। প্রেমে ব্যার্থতা, সংসারে অশানি- দুর করে সুপুরুষ বানানোর গ্যারান্টি সহকারে বিক্রি হয় এইসব ঔষুধ।

এসব মহাঔষুধ ইয়াবার চেয়েও বেশি ক্ষতিকর। ইয়াবা মেডিকেল সায়েন্সের একটি স্টান্ডার্ট মেনে তৈরি হয়। কিন' জোঁকের তেল, কেচোর তেল, আফ্রিকার জঙ্গলের রক্ত চোষা বৃক্ষের রসের নামে বহুত আজব আজব ঔষুধ পাওয়া যায় যা শরীরের জন্য ভয়াবহ ক্ষতি করে। আর এসব মহাঔষুধ কিংবা মহা ফকিরের পাল্লায় যারা পড়ে তাদের অধিকাংশই হতদরিদ্র ফ্যামিলির। এসব খেয়ে এরা একবার অসুস' হয়ে পড়লে তা থেকে মুক্তি পাওয়ার মতো মহাঔষুধ কেনার সামর্থ্য এদের নেই।

ইয়াবা তো গোপনে বিক্রি হয় কিন' এগুলো হয় বিজ্ঞাপণ দিয়ে ওপেনে! এই সব মহাঔষুধ যারা আবিষ্কার করেন কিংবা বিক্রি করেন তাদের শরীরের যে অবস্থা তাতে তারা কতটা সুপুরুষ তা নিয়েও কিন' সন্দেহ আছে!! তাদের এই দুরাবস্থার সাথে আমার এক বন্ধুর যুক্তির যথাযথ মিল আছে। তাহলো, যে অনেক কবিতা লিখেও কবি হতে পারছেন না তিনিই শুরু করেন কবিতা শিক্ষার আসর, যে লোক শত চেষ্টা করেও বিয়ে করতে পারছেন না সেই গঠন করেন ব্যাচেলর সংগঠন, যে শত শত মেয়ের পিছনে ঘুরেও একটা প্রেম করতে পারেন না সেই শেষ পর্যন- খুলে বসেন প্রেম প্রশিক্ষণ কেন্দ্র। এভাবে যার যেটা নেই সে সেটা নিয়েই ঝাপিয়ে পড়ে নিজের মতো আরেকজনের বারোটা বাজাতে! যাহোক আবার ফিরে আসি ইয়াবা প্রসঙ্গে। ইয়াবা নাকি ৬০ বছরের বৃদ্ধকে ২৫ বছরের যুবক বানিয়ে দিতে পারে। বাহ! এতো যাদু নয় রীতিমতো টাইম ম্যাশিন।

ইচ্ছেমতো সময়ের পথে পরিভ্রমণ! তবে ২৫ বছরের যুবক যদি এটা খায় তবে সে কত বছরে পদার্পণ করবে? যত রঙ্গের বিজ্ঞানীদের মতে সে হবে ব্যাটারি ছাড়া ঘড়ির মতো। অর্থ্যাৎ স্থির! ২৫ বছর তো ২৫ বছরই! তবে শক্তিতে সে হবে দুইজন ২৫ বছরের যুবকের সমান। আর শক্তি বেড়ে যায় বলেই তারা রাস্তাঘাটে ...। যতরঙ্গের বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালি ইয়াবা ড্রিংকস। তবে এই ইয়াবা ড্রিঙ্কস শুধু ইয়াবা ফ্যাক্টরির মালিক, ইয়াবা সুন্দরী ও ইয়াবা সরবরাহকারীদের জন্য সংরক্ষিত।

এটা খাওয়া তাদের জন্য বাধ্যতামূলক। ঘরে বসেই বানিয়ে ফেলা যাবে এমন ইয়াবা ড্রিঙ্কস। উপকরণ বলতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি ভায়াগ্রা ট্যবলেট, ১ পুরিয়া হেরোইন একটি পাত্রে নিয়ে আধা লিটার পরিমাণ তরল ডাইমেক্রম তার ভিতর মেশাতে হবে। দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর উপকরণগুলো গলতে শুরু করবে। ঠিকমতো না গললে পান ছেচনি দিয়ে পিটিয়ে গলিয়ে নিন।

তারপর ঘরের দড়জা বন্ধ করে মনের আয়েশ মিটিয়ে পান করুন। দেখবেন কয়েকশত যুবকের শক্তি একাই পাবেন। ৫ মিনিটের ভিতর ২৫ বছর থেকে ৭০ বছর আবার ৭০ বছর থেকে ২৫ বছর এভাবে কয়েকবার জীবনের টাইম মেশিনে ঘুরে আপ ডাউন করার সুযোগ পাবেন। আর এই অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন ইয়াবা ট্যাবলেটের আরও কি কি গুনাগুন বাড়ানো দরকার, এটা আমাদের কতটা উপকার করছে...! প্রকাশকাল: দৈনিক ডেস্টিনি, ৩ নভেম্বর, ০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।