আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের কাদা ছোড়াছুড়ি

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
গত কয়েকদিন থেকে ব্লগে ফাটাফাটি চলছে। একদল আরেক দলের বিরুদ্ধে বিষেদগার করছে, গালাগালি চলছে সমান তালে। এবং বিষয়টা নারী ঘটিত বলে মনে হল!! আমি কিছুটা হতাশ। এই ব্লগটা সামাজিক আলোচনার একটা প্লাটফর্ম হতে পারতো, অথচ আমরা কি করছি!! এই অস্থিরতার মধ্যে গত কয়েকদিন হয়তো অনেক ভালো ভালো লেখা আমাদের চোখ এড়িয়ে গেছে, কিন্তু কাকে দোষ দিব? ব্লগে বিতর্ক হতেই পারে, তবে যে বিষয় নিয়ে এখন ব্লগে এত ফাটাফাটি চলছে তা নিয়ে কি আদৌ এতটা বাড়াবাড়ির প্রয়োজন ছিল? এখানে যারা লিখতে এবং লেখা পড়তে আসেন তাদের প্রায় সবাই প্রাপ্ত বয়স্ক। তাই কিছু করার আগে ভেবে চিন্তে করা দরকার।

অনেকেই কোন মেয়ে নিক দেখলে উতলা হয়ে ওঠেন, অনেকে আবার অন্যের উতলা হওয়া দেখে ক্ষেপে যান। ব্লগে ছেলে-মেয়ে সবাই সমান, ভার্চুয়াল এ জগৎটাতে কম্পিউটারের সামনে যে বসে আছেন তিনি ছেলে না মেয়ে সেটা মুখ্য না, বরং তার চিন্তা-ভাবনা, তার মূল্যবোধ-আদর্শ এসবই প্রাধান্য পায়। এখানে মানুষ পরিচয়টাই বড় হওয়া উচিৎ, পুরুষ মানুষ বা মেয়ে মানুষ নয়!! তারপরও কোন ব্লগার যদি মনে করেন অন্য কেউ তাকে বিরক্ত করছে তবে সাথে সাথে ব্লক করে দিলেই তো সব মিটে গেল, এ নিয়ে এত কাদাছোড়াছুড়ি মোটেই শোভন নয়। এর পরও যদি কেউ বাড়াবাড়ি করে তবে এ ব্যাপারে অভিযোগ জানাবার ব্যবস্থা আছে। বাড়তি পোষ্ট লিখে অন্য কারও দোষ কীর্তন করাটা নিতান্তই ছেলেমানুষি, এতে বিষয়টাকে অতিরিক্ত হাইলাইটেড কার হয়।

কেউ যদি কোন মেয়ে ব্লগারের সাথে গায়ে পড়ে মিশতে যায় তাতে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যই প্রকাশ পায়, এখানে নতুন করে কিছু বলে দিতে হয়না। আমাদের মনে অনেক কিছুই থাকে, কিন্তু জনসমক্ষে আমরা সবাই নিজেকে মার্জিত ভাবেই উপস্থাপন করতে চাই; সেক্ষেত্রে নিজের মান সম্মানটা নিজেরই রক্ষা করতে হয়, তেমনি অন্যের সম্মানের প্রতিও শ্রদ্ধাশীল হতে হয়। ভার্চৃয়াল হলেও এখানে প্রচুর মানুষ আসেন নিজেদের মতামত প্রকাশ করতে। আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, সবার ভাল নাও লাগতে পারে।

ধন্যবাদ। **একটা মজার কার্টুন দিয়ে দিলাম সাথে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.