আমাদের কথা খুঁজে নিন

   

টিউলিপ ফোটা'র দিন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
রাজধানী অটোয়ায় গত কাল থেকে শুরু হলো কানাডিয়ান বাৎসরিক টিউলিপ উৎসব। প্রতি বছর সামারের শুরুতে কানাডার রাজধানী অটোয়া'র রিডো ক্যানালের ধার ঘেষে বয়ে যায় যেনো অপরুপ এক রঙ এর বন্যা! সুদূর হল্যান্ড থেকে প্রতি বছর উপহার আসা সহস্র টিউলিপ বাল্ব দিয়ে সাজানো চকচকে রঙের বর্নীল এ পুষ্প উৎসব দেখতে দেশী বিদেশী পর্য্যটকে এ সময় ভরে ওঠে কানাডা'র ছোট্ট রাজধানী শহর অটোয়া'র ভ্যালী। অপেক্ষাকৃত তরঙ্গহীন অটোয়া বাসী'র জীবনে বছরের এই সময়ে লেগে যায় অসাধারন সব রঙের বাড়তি কিছু ছোপ। তিন সাপ্তাহ ব্যাপী এ উৎসবটি এ বছর ২মে থেকে শুরু হয়ে চলবে ২১ মে পর্য্যন্ত।

এ উৎসবের বিস্তারিত জানতে ঘুরে দেখতে পারেন অটোয়া টিউলিপ ভেষ্টিভালের এ সাইট টি। কানাডার টিউলিপ উৎসবের ইতিহাসটি আমাকে নাড়া দেয় ভীষন। খুব ইচ্ছে করছে এ নিয়ে বিস্তারিত লিখি। আলসেমি'র কারনে নিজে না লিখে এই লিংন্কটি যোগ করে রাখলাম। আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।

বাংলা ব্লগের বাঙালিদের জন্য বাড়তি হিসেবে টিউলিপ উৎসবের একটি সাদামাটা ইতিহাস পাবেন আমার নির্মীত পরিচয় টিভি অনুষ্ঠানের এই অংশবিশেষ থেকে। (দেশের ব্লগার বন্ধুরা নেট স্পিডের কারনে ভিডিওটা হয়তো সেভাবে দেখতে পাবেন না) গত টিউলিপ উৎসবে আমার গায়ক বন্ধু শুভ্র'র একটা গানের চিত্রায়ন করে ছিলাম। টেপটা খুজছি, কাল ভোরের ট্রেনে আবার নিউজার্সি ছুটতে হচ্ছে দেখি আজ রাতে পারলে খুজে শুভ্রর গাওয়া গানটি এই পোষ্টে যোগ করে দিয়ে যাবো। ব্লগের সবাইকে এক গুচ্ছ টিউলিপে'র রঙ্গীন শুভেচ্ছা। ফুল ফোটে কোন দিন ঝড়ে না যেতো যদি এমন হতো, যদি এমন হতো! শিল্পী: শুভ্র / গানের কথা: কাজী শামীম / সুর: সংগ্রহ / ভিডিও নির্মান: সাইফুল ওয়াদুদ হেলাল
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.