লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
এই আসনে রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটিতে দুজনকে হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করেন শেখ রেহানার মেয়ে।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য, তিনিও লেবার পার্টির। টিউলিপ নির্বাচিত হলে তিনি হবেন হাউজ অফ কমন্সে দ্বিতীয় বাংলাদেশি।
টিউলিপ ২০১০ সাল থেকে ক্যামডেন কাউন্সিলের সদস্য।
এই কাউন্সিলে তিনিই প্রথম বাঙালি নারী।
লেবার পার্টির মনোনয়ন দৌড়ে ৩১ বছর বয়সি টিউলিপের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেন।
এই তিনজনের মধ্য থেকে আগামী নির্বাচনের প্রার্থী নির্বাচিত করতে ভোট দেন ওই আসনে লেবার পার্টির প্রায় ৯শ’ সদস্য।
ভোটের ফলাফলে রায় আসে বাংলাদেশের রাজনীতিক পরিবারের সদস্যের পক্ষে, যিনি বেশ কিছু দিন ধরে ব্যাপক প্রচার চালিয়ে আসছিলেন।
দলে প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর এখন সাধারণ নির্বাচনে ভোটারদের মন জয়ের জন্য প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন টিউলিপ।
এজন্য তার হাতে সময় দুই বছর।
হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে বর্তমান এমপি লেবার পার্টির গ্লেন্ডা জ্যাকসন। খ্যাতিমান এই অভিনেত্রী বয়সের কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় নতুন প্রার্থী বেছে নিতে হয়েছে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দলকে।
দলে মনোনয়ন দৌড়ে টিউলিপের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট ছিল। গত বৃহস্পতিবার লন্ডনের ইভনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, তিনজনের মধ্যে টিউলিপই এগিয়ে আছেন।
ইভনিং স্ট্যান্ডার্ডকে টিউলিপ বলেন, স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততাই তাকে পার্লামেন্ট নির্বাচনে লড়ার উৎসাহ যুগিয়েছে।
২০১০ সালে দলের নেতৃত্ব নির্বাচনে লেবার দলের প্রধান এড মিলিব্যান্ডের পক্ষে কাজ করেছিলেন টিউলিপ।
শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।
কিংস কলেজ থেকে রাজনীতি ও সরকারি নীতি বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
টিউলিপ সম্প্রতি বিয়ে করেছেন।
তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি একজন ব্যবস্থাপনা পরামর্শক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।