আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের বিজয়

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

অনেকদিন পরে একটা চমৎকার সংবাদ ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করছি । মেয়েদের ক্রিকেটে আমরা হাটি হাটি পা পা । প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলা শুরু করেছি গত বছর থেকে । প্রথম বছরেই এ সি সি কাপ জিতে আমরা এ বছর শ্রীলংকায় চলমান এশিয়া কাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করি । আর এ সি সি কাপের সাফল্যের ধারাবাহিকতায়, এশিয়া কাপে আমাদের ২য় ম্যাচেই পাকিস্তানকে পরাজিত করে আমরা এর মধ্যেই সাড়া জাগাতে সক্ষম হয়েছি ।

টসে হারার পর প্রথমে বোলিং করে আমাদের মেয়েরা পাকিস্তানকে মাত্র ১৩৪ রানে বেধে ফেলে তারপর ৬ উইকেট হারিয়ে ২৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে । বোলিং এ ২ উইকেট নেয়ার পর অপরাজিত ৫৩ রান করে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশের তরুণী অধিনায়ক সালমা খাতুন । এ ছাড়া বোলিং এ তিথি সরকার ২৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে বিপর্যয়ের মধ্যে ফেলেন । মেয়েদের ক্রিকেটে আমাদের এই সাফল্য সত্যিই গর্ব করার মত । অভিনন্দন বাঘিণীর দলকে ।

আমাদের একটা আনন্দের উপলক্ষ্য এনে দেবার জন্য তোমাদের প্রাণঢালা অভিনন্দন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.