প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি মাসে প্রায় দেড় কোটি মানুষ নিয়মিত ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম এক কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করে। জুনে তা বেড়ে দাঁড়ায় এক কোটি ৩০ লাখ। সম্প্রতি তা দেড় কোটির মাইলফলক অতিক্রম করেছে।
ম্যাশএবল জানিয়েছে, যারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাদের ৬০ ভাগই যুক্তরাষ্ট্রের বাইরের।
২০১২ সালে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ইনস্টাগ্রাম কিনে নেয়। এ বছরের জুন মাসে ইনস্টাগ্রামে যুক্ত করা হয় ভিডিও শেয়ারিং ফিচার। এতে বাড়তে থাকে সেলিব্রিটিদের জনপ্রিয় ভিডিও আপলোড। পপশিল্পী জাস্টিন বিবার একটি ভিডিও আপলোড করলে তাতে ‘লাইক’ জমা হয় ১০ লাখ।
গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা গেলেও বর্তমানে এর অর্ধেক ব্যবহারকারীই অ্যান্ড্রয়েড থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।