প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা।
মহাকাশ নিয়ে আগ্রহীদের প্রতিনিয়ত চমকে দিতে অসংখ্য ছবি আছে নাসার কাছে। চাঁদ, সূর্য ও কক্ষপথের বিভিন্ন ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করবে নাসা। এতে ফলোয়াররা সহজেই মহাকাশের বিভিন্ন দৃশ্যের ছবি ও ভিডিও দেখতে পাবেন।
১০ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত মোট ১৭টি ছবি প্রকাশ করেছে নাসা। তাতে যোগ দেয় এক লাখ ৪৭ হাজার ২৯৪ জন ফলোয়ার। ইনস্টাগ্রামে নাসার হোম পেইজ কক্ষপথের ছবি ও চাঁদে মানুষহীন রকেট পাঠানোর ছবি দিয়ে সাজানো হয়েছে। আপলোড করা ছবির মধ্যে রয়েছে, পূর্ণ চাঁদ, ব্ল্যাকহোল ও কক্ষপথের ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।