আমাদের কথা খুঁজে নিন

   

এবার ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজিং

ফেসবুকের মালিকানাধীন ছবি এবং ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে ডাইরেক্ট মেসেজিং।ইন্সটাগ্রামের এ সেবাটির নাম দেওয়া হয়েছে ‘ইনস্টাগ্রাম ডাইরেক্ট’।

ইনস্টাগ্রাম ডাইরেক্ট সেবাটির মাধ্যমে ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ জনকে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নতুন এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন তা মধ্যে রয়েছে-- কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। পাঠানো ছবি বা ভিডিও দেখা হলে যিনি তা পাঠিয়েছেন তিনি নোটিফিকেশন পাবেন। এছাড়াও ছবি বা ভিডিওর সঙ্গে স্বল্প শব্দের মেসেজও পাঠানো যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.