আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে এতটা পারো তোমরা? (সো দেসকাদের দেশে ৫)

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

জাপানিজদের সততায় আমি সদাই বিমুগ্ধ হয়ে থাকি। একটু আগের ছোট্ট একটা ঘটনা সবার সাথে ভাগাভাগি করার লোভ সামলাতে পারছিনা। একেবারে গরম গরম, মুচমুচে।

এটিএম থেকে দশ হাজার ইয়েন তুলে, নিয়ে আসতে একদম ভুলে গেছি। টাকাটা সেখানেই রয়ে গেছে। এসে দিব্যি ল্যাবে ঢুকে কম্পিউটার টিপছি। ফোন এলো হঠাৎ, সেই ব্যাংকের দুজন কর্মচারী আমার টাকা নিয়ে এটিএম এর পাশে অপেক্ষা করছে। আমি হতবাক, এতক্ষণে হুঁশ হলো ঘটনা কী হয়েছে।

উনারা ওখানে অপেক্ষা করলেন আমি না যাওয়া পর্যন্ত। আইডি চেক করে টাকাটা দিলেন। কেউ একজন স্লটে টাকা পেয়ে ব্যাংকে ফোন দিয়েছে, এক কিলোমিটার দূরের ব্যাংক অফিস থেকে দুজন কর্মচারী এসেছেন, মেশিন টিপে বের করেছেন আমার বৃত্তান্ত এবং কোনরকম বিরক্তি প্রকাশ ছাড়াই প্রাপকের হাতে টাকা তুলে দিয়ে হাসিমুখে বিদায় নিলেন। এই ছোট্ট ঘটনাটা কোনদিনও ভুলতে পারব কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.