চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
১৯৯৪ সালের ফেব্রুয়ারী মাসে গোল্ডস্টেইন ওয়েস্ট ব্যাংকের হেবরেন মসজিদে সেজদারত নামাজীদের লক্ষ্য করে গুলি ছুড়ে, মারা পরেন ২৯ জন মুসুল্লী।
গোল্ডস্টেইন ছিলেন ইহুদি টেরোরিষ্ট গ্রুপ জিওস ডিফেন্স লিগ সংক্ষেপে জেডিএল এর সদস্য। জেডিএল তাদের ওয়েবসাইটে বলে, আমরা এটা বলতে লজ্জিত নই যে গোল্ডস্টেইন আমাদের একজন সদস্য।
১৯৬৮ সালে রাব্বী কাহানে নিউইয়র্কে জিডিএল গঠন করেন। ১৯৭২ এই মিলিটান্ট দলটির সদস্য সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়।
প্রথমে এদের আক্রমনের মুল লক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন।
১৯৮৪সালে সাধারন ইহুদির ২৪পারসেন্ট এদের পক্ষে এবং ৪৪ পারসেন্ট এদের বিপক্ষে ছিলেন। পরে এদের পক্ষের সাধারন ইহুদিদের সংখ্যা আরো কমে আসে।
এফবিআই জেডিএলকে একটি সন্ত্রাসী ইহুদি সংগঠন বলে আখ্যা দেয়। এফবিআইএর পরিসংখ্যান মতে ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ইহুদিদের হাতে ১৮টি সন্ত্রাসী আক্রমন সংঘটিত হয় যার ১৫টিই গঠায় জেডিএল।
১৯৮৬সালের একটি সমীক্ষা অনুযায়ী ১৯৬৮ সাল থেকে পরিচালিত এই সংঘটনটির সন্ত্রাসী কার্যকলাপে ৭জন মারা গেছে এবং ২২ জন আহত হয়েছে।
এর প্রধান একবার প্রতিজন আমেরিকান নাজীকে মেরে ফেলার পুরস্কার স্বরুপ ৫০০ ডলার দেওয়ার ঘোষনা দেয়। আবার আরেকজন নেতা সোভিয়েতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে বোমা হামলার পরিকল্পনা নেয়। এই সন্ত্রাসী দলটি আমেরিকায় মসজিদে, মুসলিম নেতাদের অফিসে বোমা হামলার পরিকল্পনা করে। এদের বোমা হামলায় রকফেলার সেন্টারের মিসরীয় টুরিষ্ট অফিসটি ক্ষতিগ্রস্থ হয়।
কোল নামক একজন বুদ্ধিজীবি হলকস্টকে অস্বীকার করলে তারা তাদের ওয়েবসাইটে ঘোষনা দেয় যে তাকে যেখানেই পাওয়া যাকনা কেন আঘাত করা হবে।
জেডিএল এর অনেক সদস্য ইদানিং কাহান চাই নামক আরো একটি ইহুদি সন্ত্রাসী সংঘটনে সংঘবদ্ধ হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।