চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা জাতিসংঘের মানবধিকার সংস্থা এক ফরাসী শিখের ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে রায় দিয়েছে। ফরাসীরা তার আইডেনটি কার্ড রিনিউ করতে নারাজ ছিল, কেননা ঐ শিখ তার মাথার পাগড়ী বা টারবান খুলতে চাননি। ঐতিহাসিক এই রায়ে জাতিসংঘের মানবধিকার সংস্থা ৭৬ বছর শিখ রনজিত সিংহের ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার পক্ষে রায় দেন, যে কিনা ছবি তোলার সময় মাথার পাগড়ী খুলতে রাজি হননি। UNHRC এর মতে ফরাসীরা সিংহের ধর্মীয় প্রতিকৃতিকে সম্মান না জানিয়ে তার ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুন্ন করেছে। আজ আমরা ১৫০ কোটি মুসলমান কয়েককোটি শিখদের চাইতেও অসহায় আর নিস্ক্রিয়। আমাদের ধর্মীয় স্বাধীনতাকে বার বার বৃদ্ধাংগুলি প্রদর্শন করা হচ্ছে, কিন্তু পাছে সেকেলে কিংবা গোড়া বলে চিন্হিত হওয়ার ভয়ে আমরা নিজেদেরকে আড়াল করছি। কোথা সে মুসলমান হায়, কোথা সে মুসলমান। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।