আমাদের কথা খুঁজে নিন

   

শতবর্ষে পা দেয়া জব্বারের বলী খেলা আর তাৎক্ষনিক কিছু ভাবনা

.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা আজ ১০০ বছরে পা দিতে যাচ্ছে । বৃটিশ বিরোধী আন্দোলনে শক্তিশালী তরুণদের খুঁজে বের করার গোপন কৌশল হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলী খেলার আয়োজন করেছিলেন , তারপর থেকে প্রতিবছর এই বলী খেলা আয়োজিত হয়ে আসছে । বলী খেলাকে আমরা কুস্তি হিসেবেই চিনে থাকি ।

সেই কুস্তি নিয়ে কতো আয়োজন দুনিয়া জুড়ে, ডব্লিউডব্লিউএফ এর পাহাড়সম কুস্তিগীরদের কুস্তি দেখার জন্য দুনিয়ার ঘরে ঘরে টিভির রিমোট চেপে কতোজন বসে থাকে বছরব্যাপী । সেই তুলনায় আমাদের জব্বারের বলী খেলার আয়োজন বড়ো দীণ, বড়ো ম্লান । মাটির মাঝে চারিদিকে দড়ি দিয়ে সীমানা নির্ধারন করে তার মাঝেই বলী বা কুস্তিগীররা একে অপরের বিরুদ্ধে লড়তে থাকেন । এই কুস্তিগীররা কেউই প্রফেশনাল কুস্তিগীর নন , তাদের কেউ কারখানার শ্রমিক , কেউ কৃষক , কেউ ক্ষুদ্র দোকানদার আর কেউ বা দীনমজুর নয়তো বেকার । তবু এই প্রানের মেলা শতবর্ষ ধরে চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের গৌরব হয়ে আছে।

আহা , আমাদের স্পনসররা কতো অগাবগা বেসুরো ব্যন্ডের কনসার্টে লাখলাখ টাকা খরচ করে থাকেন । আমাদের স্যাটেলাইট টিভিরা কতো আমলার বউয়ের হাচ্চো দেয়াটাকে সরাসরি সম্প্রচার করে থাকেন । আমাদের বাফুফে আর অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে কতো লক্ষ কোটী টাকার শ্রাদ্ধ হয়ে থাকে । কিন্তু জব্বারের বলী খেলার বলীদের ভাগ্যে তার কিছুই জুটে না । তারা ধুলির মাঠে গড়াগড়ি খান ।

তারা চ্যাম্পিয়ানশীপের জন্য মাত্র ১০ হাজার টাকা পুরষ্কার পান । ( গ্রামীন ফোন দয়াকরে গতবছর থেকে একটা দায়সারা গোছের স্পনসর করে থাকেন বলে শুনেছি, পুরষ্কারের অর্থমূল্য থেকে তাদের স্পনসরের ভার বুঝা যায় । ) তবু এই সব এসোসিয়েশন , ফেডারেশন , কর্পোরেট স্পনসর , ভেকধারী টিভি চ্যানেল এদের সবার মুঝে ঝাটা মেরে জব্বারের বলী খেলা টিকে আছে , টিকে থাকবে আরো শতবছর । কিন্তু মিডিয়া আর স্পনসরের ঝাকানাকা উপস্থাপনায় স্টার হওয়া বহু "গুনী"র বহু আয়োজন হয়তো মাস ফুরোবার আগেই মুছে যাবে আমাদের মন থেকে । সাধারন মানুষের এই আয়োজন , এই প্রানের উত্তাপের জয় হোক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।