এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আমার ব্লগাভিজ্ঞতা ৫ এই লিংকে
ব্লগিং করতে লাগলাম নিয়মিতভাবেই।
যেইদিন যতটুকু সময় নেটে পাই ততটুকু সময় ব্লগেই কাটাই। সময় ভালভাবেই কাটে ব্লগার বন্ধুদের সাথে। পোস্ট মাথা থেকে বেশি একটা বের হয় না। তাই জোকস আর গান পোস্ট করা শুরু করলাম। একসময় লেখাপড়ার চাপে ব্লগে অনিয়মিত হয়ে পড়লাম
একদিন হঠাৎ করে খবর পেলাম আমার প্রিয় ব্লগারদের একজন রাশেদ ভাই ব্লকড হইছেন।
সাথে সাথে আন্দোলনে নামলাম। নামলাম বলতে বসলাম। (চেয়ারের উপর দাড়াইলে ফ্যানের সাথে বাড়ি খামু। আমি আবার একটু বেশি লম্বা। ) রাশেদ ভাইয়ের সাথে প্রায় ১০দিনের মতো বিচ্ছিন্ন থাকতে হল।
তারপর মডারেটররা তার ব্যান তুলে নিলেন। একদিন যে আমাকে ব্লগের ভুবণে স্বাগতম জানিয়েছিলেন তাকে আমি স্বাগতম জানালাম।
অনেক কাহিনী ভুলে গেছি। আমার ব্লগাভিজ্ঞতা ৫ লিখেছিলাম ফেব্রুয়ারীর ৯তারিখে। আজকে ৬ লিখতে বসলাম ২মাস পর।
ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
সামহোয়ার ইন দিয়েছে আমাকে একটা মুক্ত প্লাটফর্ম। যেখানে আমি প্রকাশ করতে পারি নিজের স্বাধীন মতামত। যেখানে আমি শেয়ার করতে পারি আমার সুখ দুঃখ কিছু বন্ধুর সাথে। যেখানে আমি করতে পারি যা মনে চায়।
সেজন্য আবার কর্তৃপক্ষকে ধন্যবাদ।
একদিন আমার বড় ভাইয়ের দেখাদেখি ব্লগিং শুরু করেছিলাম। ব্লগিং করি এখন ৮মাস ১সপ্তাহ হল। মোট পোস্ট করলাম ২৮০টি। মন্তব্য করলাম ৪৩৯৬ টি আর পেলাম ৪৩৩৬ টি।
আমার ব্লগটিকে দেখা হল ৫০৮২২ বার। এখানে আমি প্রকাশ করতে পারলাম আমার সৃষ্টিশীলতাকে। জানলাম কিভাবে একজন কারিগর একটা কাঠকে দিয়ে পুতুল বানায়। সামহোয়ার আমাদেরকে কাঠের পরিবর্তে দিয়েছে কিছু অক্ষর।
৮মাস এক সপ্তাহ আগে পা ফেলেছিলাম এই ব্লগের ভুবণে।
এখনো আমি ব্লগিং করি। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখি। প্রতিদিন সুখ দুঃখ শেয়ার করি। ধন্যবাদ আমার ব্লগের প্রত্যেক বন্ধুকে।
চলবে..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।