আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগাভিজ্ঞতা ৫ (মুন্না)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আমার ব্লগাভিজ্ঞতা ৪ এই লিংকে অতিথিকে বের করলাম।

অতিথি বললে ভুল হবে। কারণ অতিথিদেরকে বের করে দেখলাম তারা সংখ্যায় একজন নয়। অনেকজন। যাইহোক অনেকে অনেক কথা বলেছে অতিথিকে খুজি বলে। যারা বলেছে তাদেরকে আবার ধন্যবাদ।

যারা খারাপ বলেছেন তাদেরকেও ধন্যবাদ খারাপ বলেও আমার ব্লগের একটা কমেন্ট বাড়ানোর জন্য । কিছু কথার সম্মুখিন আমি বারবার হচ্ছিলাম। অনেকে বলতো আমি নাকি নূরে আলম। আমি যে নূরে আলম না সেটার নিশ্চয়তা দিতে পারলাম। সবাই বিশ্বাস করলো যে আমি নূরে আলম না।

তারপর তারা আমাকে বলতে লাগলো, "আরেক নূড়া" । আমি এইকথা শুইনা হাসতে হাসতেই লুটিপুটি খাই। তাদেরকে আরেকটা স্পেশাল ধন্যবাদ। কমেন্ট বাড়াবার জন্য। তারা আবার কিছু মনে কইরেন না।

আমি এইসব ভুইলাই গেছিলাম। পোস্ট লিখতে গিয়ে মনে পড়লো। অনেকেই (যারা আমাকে নূড়া বলতো) তাদের সাথেও এখন আমার ভাল রিলেশন আছে। পৃথিবীতে মানুষ অনেক পদের হয়। কেউ কেউ হয় সকল ব্যাপারে খুবই সিরিয়াস।

আবার কেউ কেউ রসিক। আবার কেউ কেউ হাফহাফ। আমার ধারণা আমি রসিকদের মধ্যেই পড়ি। এই দলের মানুষদের সাথে কারও সহজে ঝগড়া লাগেনা। এটাই এই রকমের মানুষদের সুবিধা।

আর সকল মানুষদের (ছেলে বা মেয়ে) সাথে এদের ভাল একটা সম্পর্ক হয়ে যায়। এরা সহজেই বন্ধুত্ব ও কাউকে বিশ্বাস করে। কিছু কিছু বদ লোক এদের এই সরলতার সুযোগ নেয়। কিন্তু কোন লাভ নাই। আমার সাথে কেউ প্রতারণা বা অন্য কিছু করলে আমি শুধুমাত্র একবার আকাশের দিকে তাকাই।

আমাদের শ্রেণীতে একটা ছেলে আছে। খুব গম্ভীর। ওই ছেলে সবসময় বলে ও নাকি হিমু। আমি কিছু বুঝিনা। শুধু বিশ্বাস করে যাই।

নাহলে যাই হোক না কেন ছেলেটা মনখারাপ করবে। রসিকটাইপের মানুষরা কাউকে কষ্ট দিতে পারেনা। অন্তত আমি পারিনা। যাইহোক বাদ দিই। মূল প্রসঙ্গ থেকে বোধহয় দূরে চলে যাচ্ছি।

কি করবো বলুন? লেখা এমনিতেই লিখতে পারিনা। তাই লেখার সাবজেক্ট আর অবজেক্ট কই থাকে টেরই পাইনা। আমি হাত দিয়ে শুধু কি-বোর্ড চাপি। লেখাগুলো আসে সরাসরি হৃদয় থেকে। মস্তিস্ক থেকে শুধু শব্দগুলো যায়।

বেশী কিছু লিখতে পারছি না। মনে আসছে না। তাই যা লিখলাম লিখলাম। বাকিটুকু পরে.... চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।