আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগাভিজ্ঞতা ৩ (মুন্নার চতুর্থ মাথাখাটানো পোস্ট)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আমার ব্লগাভিজ্ঞতা ২ এই লিংকে চলতে লাগলো আমার ব্লগিং।

ঝগড়া থেকে ২০হাত দুরে থাকার চেষ্টা করতাম সবসময়। কিন্তু সবসময় পারতাম না। ঝগড়াই মনেহয় আমার দিকে আসতো। আমি দৌড়েও ঝগড়ার কাছ থেকে পালাতে পারতাম না। এভাবেই চলতে লাগলো ব্লগিং।

বুঝলাম আমাকে কারা কারা পছন্দ করে আর কারা কারা অপছন্দ করে। অনেক খারাপ ব্লগার দেখলাম। প্রথম প্রথম তাদের কথার প্রতিবাদ করতাম। কিন্তু এখন আর কিছু বলিনা। ভাবি, এমনিতেই ঠিক হয়ে যাবে।

জরিপ বন্ধ করে দিলাম। ব্লগাররা এটাকে পছন্দ করতো না। কৌতুক দেয়া চালিয়ে গেলাম। নিজে বানিয়ে আর কপি-পেস্ট করে। আমি নিজে লিখতে পারিনা।

তারপরও ব্লগারদের উৎসাহে মাঝেমধ্যে চেষ্টা করতাম। যাইহোক, ইসলামিক পোস্ট দেয়া শুরু করলাম। ইসলাম সম্পর্কে ব্লগারদের জানানোই ছিল এই পোস্টগুলোর উদ্দেশ্য। আমার উদ্দেশ্য সফল হয়েছে কিনা তা আমি জানিনা। যারা পোস্টগুলো পড়েছেন তারাই ভালো বলতে পারবেন।

ব্লগে অনেক রাজনৈতিক পোস্ট দেখলাম। আমি ভিতু লোক। এইসব পোস্টে কমেন্ট করা দূরের কথা ঢোকাই বন্ধ করে দিলাম। আমি ছোট, সহজ-সরল মানুষ। রাজনীতি দিয়ে কি করবো! সবসময় নতুনদেরকে উৎসাহ দিতে লাগলাম।

এই উৎসাহের কারণে আমাকে বিপদেও পড়তে হলো। ব্লগারের নিক শান্তা২৯। একদিন ব্লগে একটা পোস্ট দেখলাম। গিয়ে দেখি সুন্দর করে কতগুলো কথা লেখা। আমি পুরোনো অভ্যাসমতো একটা + দিলাম আর কমেন্ট করে এলাম।

এই + টাই আমাকে বিপদে ফেললো। সবাই উল্টাপাল্টা বলতে লাগলো। যাইহোক ব্লগাররা আস্তে আস্তে ভুলে গেলো ওই কথা। হয়তো আমিও ভুলে গিয়েছিলাম। এখন লিখতে গিয়ে মনে পড়লো।

চলতে লাগলো ব্লগিং। আস্তে আস্তে পুরোনো ব্লগার হয়ে উঠলাম। একদম নিয়মিত ব্লগার হয়ে গেলাম। যত কাজই থাকুক না কেন ব্লগে আসতামই। একদিনে পোস্ট দিতাম ৫-৬টা (ফ্লাডিং করিনি)।

সবার সাথে হাসিঠাট্টায় থাকতাম। অনেকে রাগ করতো। রাগ কমানোর চেষ্টা করতাম। এভাবে চলতে লাগলো। এখনো চলছে।

এলো দুষ্টছেলে নিকের একজন। তার প্রথম পোস্টে তাকে অনেক অনুপ্রেরণা দিলাম। তারপর দেখলাম তার দুষ্টামী একটু বেশি হয়ে গেছে। তারপর শুরু হলো - বৃষ্টি। তার একটা পোস্টে আমরা ব্লগের - রেকর্ড ভাঙ্গলাম।

আনন্দ পেলাম খুব। এই - বৃষ্টি থেকে গেলে আরেক - বৃষ্টি শুরু করলাম। কিন্তু এবার আর আগের মতো কাজ হলোনা চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।