আমাদের কথা খুঁজে নিন

   

পানসে ব্লগে যে তুমি আনন্দের উপলক্ষ্য বয়ে এনেছো (উৎসর্গ: চিকা)

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

যখন প্রায় হাসতে ভুলেই যাচ্ছিলাম ভুলে গিয়েছিলাম প্রায়, ঠিক তখনি তুমি এলে সার্কাসের ক্লাউন হয়ে। যদিও নও দামী ড্রয়িং রুমের শোভা ব্লগ বাড়িতে, তবু কাতুকুতু দিয়ে হলেও তোমার হাসানোর আন্তরিক প্রচেষ্টা মুগ্ধ করে আমাদের। প্রতি গ্রামে যেমন একজন পাগল থাকে লোক হাসানোর, গাঁয়ের লোকেরা যাকে উপস্থাপন করে বিনোদনের অনুসঙ্গ হিসেবে অতিথিদের সামনে, তেমনি তোমার দাঁত মুখ খিঁচিয়ে হাত দিয়ে উল্টো হাঁটার প্রচেষ্টা বাড়ির ছোট থেকে বুড়ো, সবাই হাততালি দিয়ে স্বাগত জানায়। ভাবি, যাক বাবা, পায়ের কাছে এক অনুগত ভাঁড় পাওয়া গেলো অবশেষে! আমাদের মরুময় ধূসর ব্লগ বাড়িতে বিনা মজুরির ভাঁড় পাওয়া গেলো অনেক প্রতীক্ষার পর! বহুদিন প্রাণ খুলে হাসা হয় না! আজ শুধু হাসবো, গড়াগড়ি দিয়ে হাসবো, হাসতে হাসতে লুটোপুটি খাবো, একে অপরের গায়ে ঢলে পড়বো বিশুদ্ধ বিনোদনে, আজ শুধু হাসির রোল পড়বে ব্লগ বাড়িতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।