আমাদের কথা খুঁজে নিন

   

ফিকে হয়ে আসা আনন্দ, পানসে ঈদ

ঈদ, মানে খুশি। একদিন ঠিকই ছিল সত্যিকারের খুশি, না তাঁর জন্য বিশাল আয়োজন ছিলনা, অথচ কি প্রচন্ড ভাললাগা ছিল, আহা! হ্যাঁ, আমি ছোট বেলার ঈদের কথা বলছি। কত ছোট খাটো বিষয়ে কি আনন্দ, কত খুশি, কোথায় হারিয়ে গেল সব! অথবা বড় বেলার সেই সময়গুলি, যখন কোন কিছুই স্পর্শ করতনা, লিমন পা হারাল কি মার খেল, দেশের তেরটা বাজল কি বাজলনা, আমি ভাল আছি তো জগত ভাল! এত্ত এত্ত খবর, এত্ত এত্ত সচেতনা, এত্ত ব্লগ, এত্ত চ্যানেল, এত্ত আনন্দ দেয়ার চেষ্টা, সব এমন ব্যর্থ হয়ে যাচ্ছে। মার আনন্দ ক্রমশঃ অপহৃত হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।