এই প্রথম গরুর হাটে যাই নাই। মহামাণ্য পিতা আমাকে কোনো এক অজানা কারণে হাটে নেননি।
তাই প্রতিবাদ স্বরুপ গরুর কাছে ধারে যাওয়া থেকে বিরত ছিলাম। তবে গতকালকে আর পারলাম না। গরুর কাছে গেলাম, তার গায়ে একটু হাত বুলাইলাম....লগে একখান ফুটুকও তুললাম।
আইজকা ঈদ। সবাইরে জানাই ঈদ মোবারক।
সকালে ঘুম থেকে উঠতে দেরী করছি। যেখানে সবসময় নামায পড়ি সেখানে জামাত পাই নাই। পরে অন্য এক মসজিদে গেলাম।
সেখানে হঠাৎ গেলো মাইক নষ্ট হইয়া। এক ঘন্টা পর মাইক ঠিক হইলো। তারপর নামায শুরু হইলো।
নামায শেষ কইরা ভাবলাম হয়তো আমাদের গরুটা হয়তো এতক্ষণে কতল হইয়া গেছে। কিন্তু আমার ধারনা ভুল।
কসাই শালা এখনো আসে নাই। তাকে কোথাও খুজে পাওয়া যাইতাছে না। কশাই নিখোজ।
এই সব মিলাইয়া ঈদটা আমার কেমন যেনো পানসে পানসে লাগতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।