আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশসহ অনেক দেশের মানুষের ক্রয় ক্ষমতা ফুরিয়েছে: খাদ্য নিয়ে বিভিন্ন দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ার অাশংকা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি



বিশ্ব খাদ্য কর্মসূচি চাল-আটাসহ খাদ্য-সামগ্রির মূল্য অস্বাভাবিক বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবেলার জন্য দাতা সংস্থা ও উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। সোমবার বিশ্বখাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক যোসেট শিরান ধনী দেশগুলোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, খাদ্যের দাম বাড়তে থাকায় হাইতি, বাংলাদেশসহ অনেক দেশের সংখ্যাগরিষ্ট অনেক মানুষের ক্রয় ক্ষমতা ফুরিয়েছে। এ কারণে দেশে দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তিনি বলেন হাইতিতে গত সপ্তাহে ৪ জনের প্রাণহানী ঘটেছে খাদ্য নিয়ে কাড়াকাড়ির সময়। এমন নাজুক পরিস্থিতি আর কোথায়ও যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অর্থেই সক্রিয় হতে হবে।

অন্যথায় হাইতিসহ আরও কয়েকটি দেশের ক্ষুধার্ত মানুষের দাঙ্গা-হাঙ্গামার মত পরিস্থিতি বিশ্বের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘ একটি বিশেষজ্ঞ দল সোমবার পুনরায় জানিয়েছেযে, খাদ্য-সামগ্রির মূল্য অারো বাড়বে। একইসাথে জ্বালানীর মূল্যও বাড়বে। ফলে হাইতির মত পরিস্থি'তি বারকিনা ফ্যাসো, ক্যামেরুন, মিশর, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট, মরিটানিয়া, মুজাম্বিক এবং সেনেগালেও বিস্তৃত হতে পারে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উদ্ধৃতি দিয়ে তাঁর মুখপাত্র মিশেল মন্টাস বলেছেন, সারা বিশ্বেই খাদ্য-সামগ্রির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্টাস আরো বলেছেন, খাদ্য নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ সময়ের জরুরি হচ্ছে প্রয়োজনমত মানবিক সাহায্য প্রদান করা এবং তারপর খাদ্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা। তা না হলে আগামীতে বিশ্বের বিভিন্ন দেশে প্রকট দূর্ভিক্ষাবস্থা সৃষ্টি হবে ও এতে লাখ লাখ মানুষ ক্ষুধার কারণে প্রাণ হারাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.