আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া 'পোলিওমুক্ত'

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় থেকে এই 'পোলিওমুক্ত সনদ' দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ডব্লিউএইচওর আঞ্চলিক সনদ কমিটির সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই অর্জন এ অঞ্চলের জন্য একটি মাইলফলক। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ ১১ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

'পোলিওমুক্ত' বাকি দশ দেশ হলো: ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।

গত তিন বছরে এই দেশগুলোতে একজনও পোলিও রোগী পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে এ অঞ্চলকে 'পোলিওমুক্ত' সনদ দিল ডব্লিউএইচও। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.