আমাদের কথা খুঁজে নিন

   

বিনোদন সাংবাদিকতায় পেলাম রোদসী পুরস্কার ২০০৮ (নিজের ঢোল নিজেই পেটালাম )

গভীর কিছু শেখার আছে ....

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের ১২ বছর উদযাপন উপলক্ষে শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য রোদসী পুরস্কার ২০০৮ ঘোষণা করা হয়েছে। আজীবন সম্মাননা, রোদসী শিরোপা ও রোদসী পদক- এ তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেয়া হবে। ২ এপ্রিল ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে সংগঠনের স্থায়ী কার্যালয়ে রোদসীর সভাপতি কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজীবন সম্মাননা পাচ্ছেন মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, কবি আসাদ চৌধুরী, আবৃত্তি ব্যক্তিত্ব কাজী আবু জাফর সিদ্দিকী এবং শিল্পী সুবীর নন্দী। রোদসী শিরোপা পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ (কণ্ঠশিল্পী), চলচ্চিত্রকার তারেক মাসুদ (চলচ্চিত্রে), শফিক আলম মেহেদী ও মাশুক চৌধুরী (কবিতায়), কবি নাসির আহমেদ (সাংবাদিকতায়) ও রেজাউল করিম তালুকদার (অনুবাদ সাহিত্যে)। রোদসী পদক পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের মোঃ গিয়াসউদ্দিন (অনুষ্ঠান ব্যবস্থাপনায়), বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব আশরাফুল মোসাদ্দেক (কবিতায়), আনজীর লিটন (শিশু সাহিত্যে), কাজী রফিক (মঞ্চনাটকে), রফিকুল ইসলাম (আবৃত্তিতে), মোঃ জহিরুল হক (ক্রীড়া ক্ষেত্রে), দৈনিক যায়যায়দিনের রেজাউর রহমান রিজভী (বিনোদন সাংবাদিকতায়), শিল্পী এস আই টুটুল (নতুন ধারার সঙ্গীতে) এবং মোহাম্মদ জসিম উদ্দিন (প্রকাশনা শিল্পে)। [ Click This Link ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।