আমাদের কথা খুঁজে নিন

   

সামুর এই প্রজন্ম অর্থাৎ আমরা যাদের বিনোদন থেকে বঞ্চিত। একটি আপচুচ মূলক বিশাল পোস্ট। বিনোদন সম্রাটদের দেইখা লন

ভাইরে, সে এক দিন ছিলো। সামু ছিলো বিনোদনে ভর্তি। সেসময় সামুতে ছিলো না বিনোদনের অভাব। মারাত্বক সব ব্লগার অস্থির সব পোস্ট প্রসব করিতেন। তেনাদের ৩ লাইনের পোস্ট ও এমন হিট খাইত যার কাছে ছেলিব্রেটি ব্লগারদের পোস্ট ও নেহায়েত দুগ্ধপোষ্য শিশু।

ইনাদের এহেন হিট দেখিয়া কিছু ঈর্ষাকাতর দুষ্টু ব্লগার ইনাদের সাথে পোংটামি করেন। আর উনারাও সকল আশেকানের মায়া ছাড়িয়া সামু ত্যাগ করেন। আসেন কয়েকজন বিনোদন সম্রাটের সাথে মোলাকাত করি। ইনি একজন কবি। নাম মোঃ মেহেদী হাসান মেহেদী ।

ভক্তগন আদর করে ডাকত মাইকেল মেহেদী নামে। উনার প্রতিভার উদাহরন হিসেবে উনার রচিত একখানা কবিতা দিলাম। পেঁক পেঁক মোঃমেহেদী হাসান মেহেদী পেঁক, পেঁক, পেঁক আমরা সবে চলি, সারি দিয়ে চলি। পেঁক, পেঁক, পেঁক চলি একে বেঁকে চলি মোরা পুকুরে, হেঁটে, হেঁটে, হেঁটে পেঁক, পেঁক, পেঁক খেলি আমরা সাঁতারে, পেঁক, পেঁক, পেঁক ডুব দিয়ে মাছ ধরি, কেঁক, কেঁক, কেঁক ছাড়ি আমরা সোনার ডিম। পেঁক, পেঁক, পেঁক তুলি ঝিনুক শামুক আর, কেঁক, কেঁক, কেঁক।

এরপরে আসি বিশিষ্ট জ্বিন গবেষক ইয়াজিদ সিকান্দার এর কাছে। শুধু গবেষনায় নয়, সোলায়মান বিন হুশশাম নামক জ্বীনের সাক্ষাতকার ও নিয়েছেন তিনি। ভাষার জাদুকর রাশেদ হাসানের কথা না বললে গুনাহ হপে। উনার বাক্য বিন্যাস, বানানরীতি, শব্দগঠন ইত্যাদি ইত্যাদি নিয়ে অনায়াসে ডক্টরেট ডিগ্রির থিসিস পেপার বানানো যাবে। উদাহরন স্বরুপ উনার একটি পোস্টের কয়েক লাইন উধৃত করলাম, "াপনারা ত ঝানেন সুরমা চলে জাওয়ার পর তেকে আমি একলা হয়েএ পরেচি।

আমার একন কিচুই বাল লাগে না। কেতে না গুমাতে না অপিসে এ না কোতাও আমার বাল লাগে না। আমার একজন গারলপেনড দরকার। কিনটু আমি কুতাও কুজে পেলাম না। তাই বকটগন আপনাদের পতি অনুরোদ আমার জইনও একজন সুনদর গারলপেনড কুজে ডেন।

আমি আর কিচু চাই না। যে আমাকে ডিবেন তকে আমি পমিস করলাম বাল বাল কাওয়াব আর কটস আই তেকে একটা সাট কিনে ডিব। " ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু , ইনার কথা কি আর বলব। বাংলার অহংকার স্যার সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু যিনি একাধারে চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, কথাশিল্পী, কন্ঠশিল্পী, প্রচ্ছদশিল্পী, ভাস্কর্যশিল্পী, গীতিকার, সুরকার, থিয়েটার অভিনেতা, মডেল ও মিউজিক ভিডিও নির্মার্তা। খালি ১-২ শতাব্দি লেট কইরা ফালাইছেন।

১৮দশ বা ১৯বিংশ শতাব্দির গোড়ায় জন্ম নিলে রবীন্দ্রনাথ নির্ঘাত সুইসাইড খাইতেন। সবশেষে আমার ব্যাক্তিগত প্রিয় বিনোদন সম্রাজ্ঞি () অপি আক্তার । সামুর ইতিহাসে উনার এই পোস্ট স্বর্নাক্ষরে লটকানো থাকপে। মাত্র ২ লাইনের পোস্টে ১৫০০০ এর উপ্রে হিট, ১৭০০+ কমেন্টস। ক্যামনে কি!!! বিনোদন সম্রাট ও সম্রাজ্ঞী গন।

আপনাদের ভক্তকুলের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। আপনারা যেখানেই থাকুন ফিরে আসুন সামুতে। সামুতে এখন পিউর বিনোদনের বড়ই অভাব। উই রিয়েলি মিচ ইউ গাইজ (এন্ড অলসো বেব )।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.