ভাইরে খেলাটা একটা বিনোদন। এইটা নিয়া এতো বারাবারি ভালো লাগে না, হিসাব কইরা কি support করা সম্ভব, মন কি হিসাব বোঝে। আরে ভাই যারে আপনে i love you বলসেন তার কি ভালো মন্দ হিসাব করসিলেন... যদি জিগাই তো কইবেন একটা জিনিস আসে ওর মধ্যে... হেই জিনিস কি জিনিস সেইডা তো ভাই কইতে পারবেন না... আজব!!! ভালো লাগে তাই খেলা দেখি... দেশ, ধর্ম আর রাজনীতির ভিরে আমার বিনোদন মুক লুকায়... এতই যদি সব বোঝেন, তাইলে খেলা দেখেন ক্যান... এইটা দেইখা জ্ঞানী মানুষের কি লাভ??? হিসাব কইরা কইয়েন তো ভাই??? আইনস্টাইন কি খেলা দেখত??? যারা পুঁজিবাদ ঘেন্না করেন তাদের তো ভাই খেলা দেখাই বন্ধ করা উচিৎ... কিছু আবার মারদাংগা ভাই জানেরা খেলা দেখে, দেইখা ফিলিংস ধইরা রাখতে পারে না... ধুপধাপ বসায়ে দেয় কয় একটা... খেলা দেইখা মজা করবেন, তালি দিবেন, চিৎকার করবেন, মিসিল হবে ভালো কথা... আক্রোশের মারামারি চাই না... ভাই তেল, সাবান, শ্যাম্পু তো মেলাই খরচ করলেন... এইবার একটু ঠিক হন, একটু বিনদুন চাই... খেলাটা খেলার জায়গায় থাকুক... ফিরোজ রশীদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।