মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । বিশ্রাম বিনোদন নীরব কুটিরে , দরিদ্রের সঙ্গমে মুক্তির আকুলতা থাকে, কিন্তু মুক্তি হয়না । বাড়তি সঙ্গমে বাড়তি জীবনের দারিদ্রতাও বাড়তি আর বোঝা বইতে না পারার বাড়তি প্রবন্ধ । মুক্ত আকাশে জীবনের ঠিকানা খোঁজা আর নিরন্তর বিনোদন দোচালা ঘরে । নির্জীব শিশুর জন্ম, মাকে নির্জীব করে তবু সুখ খুঁজে পায় । বর্ণহীন গল্পে অবর্ননীয় কষ্ট বিরাজ করে যখন শেষ হয় প্রাপ্তির আনন্দ, মুছে যায় সকল সঙ্গম নীরব কুটিরে বিশ্রাম বিনোদন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।