হাঁসও দিলো মুরগী দিলো গরুও দিলো তা
ডেমোক্রেসি ঘোড়ার ডিমে নেই তবুও রা।
হুতোম প্যাঁচার ডিমের সাথে মিল পেয়েছে যেই
আঁৎকে উঠে হুতোম হাঁকে- একটাযে ডিম নেই।
ডিমটি এসে জুটলো শেষে অনেকগুলি ডিমে
হুতোম ছাড়া ফোটাবে ডিম সাধ্য কাহার টিমে।
আমরা জানি কাকের বাসায় বাচ্চা ফোটে কোকিল ছা
আজও হুতোম হন্যে হয়ে দিচ্ছে খাচায় ডিমের তা।
ঘোড়ার ডিমে তা দিয়ে কি ডিম ফোটানো যায়!
পিপল'রা সব বুক বেঁধেছে পষ্ট প্রতীক্ষায়।
একটি প্রবল ও শক্তিমান অশ্বডিম্বের অপেক্ষায় বসে থাকা জনসাধারণের অদৃশ্যমান ভাগ্যের প্রতি নিবেদিত এই দূর্নীতিবিহীন ছড়াটির সাথে পাঠানো অলংকরণটি আমার নিজের আঁকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।