আমাদের কথা খুঁজে নিন

   

হাদিসে আছে



০২ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৯ মহানবীর সঃ হাদিসে উদরপুর্তি করে খাওয়ার ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। তিনভাগ খাদ্য আর একভাগ খালি রাখার কথাও আছে। নিজে উদরপুর্তি করে খায় আর প্রতিবেশি না খেয়ে থাকে এমন লোককে ধিক্কার জানানো হয়েছে। শাস্তির কথা বলা আছে। দুইধরণের ব্যাথার কথা বলা আছে, এক-কেউ বেশি খেয়ে পেটব্যথা করেছে, আর কেউ খেতে না পারার কারণে .. কম খাওয়া স্বাস্থ্যের জন্যই ভালো।

এ কথায় গায়ে এতো ফোস্কা বা এতো মাথাব্যথা যারা অনুভব করেন তাদের ভেবে দেখা উচিৎ এই বাংলাদেশের পূর্ব ইতিহাস। হাসিনার আমলে একবার চালের দাম ১৮টাকা হলো। আমাদের প্রতিবেশি আওয়ামিলীগের ক্যাম্পেইনার, প্রায়ই একবেলা খেয়ে থাকতেন তবু হাসিনাকে গালি দেননি কখনও। এক রিক্সাঅলার রিক্সা ভেঙে ড্রেনে ফেলে দিল আওয়ামীলীগের মিছিলকরা সোনার ছেলেরা, তবুও বৃদ্ধ বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ। বিএনপি এমপি শহিদুলের ভাই লোকদিয়ে ফেরিঘাট দখল এবং বাড়ি লুট করায় যার সেও খালেদাকেই পুজো দেয় আজো।

শুধু এই সরকারের ভালোকাজের প্রশংসা করার মতো লোক নেই একটিও। এর কারণ বাঙালি জাতি অতি উদার। এরা ভুলেগেছে রাজনৈতিক সরকারগুলোর নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি! ফেরেশতা আসবে না আমাদের জন্য। আসবে মানুষ ভালো মন্দ মিলিয়ে মানুষ। এই সরকারের সবচে বড় চ্যালেঞ্জ ছিল নিরপেক্ষতা।

আওয়ামী-বিএনপি উভয়ই সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধারে উঠেপেড়ে লেগেছে। এতেইকি প্রমাণ হয় না এই সরকার নিরপেক্ষ? ভালোকিছু পেতে হলে কিছু কষ্ট মেনে নিতে হবে। যারা বছরের পর বছর আমাদেরকে শুষে খেয়ে নিজেদের ভুড়ি মোটা করেছে এখন সময় হয়েছে তাদের বিচার করার। মেধাবীরা ঘুরছে পথেপথে আর আত্মীয়তার সূত্রে, দলীয় সূত্রে চাকরি করছে অপগণ্ড মূর্খরা, তারা আবার ডেকে আনছে আরেকদল মুর্খ, দলীয় লোক্ এভাবে সর্বনাশ করেছে দেশের। দেশের শিক্ষাব্যবস্থা।

দেশের মেধা। এদেরকে রুখতে হবেই। বন্ধকরতে হবে চক্রান্তকারীদের এবং বোকাদের চিল্লাচিল্লি। দেশ গভীর চক্রান্তের স্বীকার। বাংলাদেশের আইনব্যবস্থা, প্রশাসন, প্রতিষ্ঠান সবখানে যখন পরিবর্তন আর সংস্কারেহাওয়া লাগল, যখন শত্ররা বুঝল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখনই ওদের পোষা চ্যানেলগুলো একযোগে ঝাপিয়ে পড়ল বোকা বাংলাদেশীদের উস্কানী দিয়ে রাস্তায় নামাতে।

আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এই জাতিকে সত্য উপলব্ধি করার শক্তি দেয়। বাংলাদেশকে রক্ষাকরে গভীর ষড়যন্ত্র থেকে। আমীন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.