মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
আশুতোষ গোয়ারিকর, ইনডিয়ার গ্রেট মুভি ডিরেক্টরদের একজন। ঋত্বিক রোশান, বলিউডের হার্টথ্রব নায়ক। ঐশ্বরিয়া রায়, বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী। এ আর রহমান, ইনডিয়ান মিউজিকের জীবন্ত কিংবদন্তি। এ চার সুপারস্টার এককভাবে বক্স অফিস মাতানোর ক্ষমতা রাখেন।
আবার এ চারজনই যদি একই মুভিতে কাজ করেন তবে কি বক্স অফিস রেকর্ড ভাঙবে না? বাস্তবে হয়েছেও তাই। ২০০৮ সালের প্রথম ব্লক বাস্টার মুভি যোধা আকবর তার জ্বলন্ত প্রমাণ। বিগত কয়েক বছর বলিউড মুভি ইন্ডাস্ট্রিতে স্বর্গীয় বসন্ত চলছে। এতো ব্লক বাস্টার মুভি, এতো মুনাফা ছড়াছড়ি আগে কখনোই হয়নি। ইউটিভি মোশন পিকচার্স ও আশুতোষ গোয়ারিকরের যৌথ প্রডাকশন যোধা আকবর এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
যোধা আকবর, যার প্রতিটি সেলুলয়েড ফ্রেম একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন প্রাপ্ত ডিরেক্টর আশুতোষ গোয়ারিকর পরিচালনা করেছেন। মুভিটি রিলিজের প্রথম ৩৫ দিনে শুধু ইউকে ও ইউএসএতে প্রায় ৩৬ কোটি বাংলাদেশি টাকা উপার্জন করেছে, যা আবার স্রেফ ইনডিয়া থেকে অর্জিত প্রায় ৪৪ কোটি রুপির বাইরে। উল্লেখ্য, এ অর্থ শুধু সিনেমা হল থেকেই প্রাপ্ত, মিউজিক বা অন্যান্য উৎস এখানে অন্তর্ভুক্ত নয়। হিসেব কিন্তু এখানেই শেষ নয়, কারণ মুভিটি এখনো ব্যাপকভাবে বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে। তাই বলা যায়, হাই প্রোফাইল এ মুভিটি এখন বক্স অফিসের হাই ভোল্টেজও বটে।
নিঃসন্দেহে যোধা আকবর বলিউড মুভি ইতিহাসে একটি সোনালি অধ্যায় হিসেবে থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।