আমাদের কথা খুঁজে নিন

   

নিঝুম নিশীথে বলেছিলো ’ভালবাসি’

সুখীমানুষ

নিঝুম নিশীথে বলেছিলো ’ভালবাসি’ আজওকি আছি জুড়ে তার কান্নাহাসি? হায়রে বিধি ছিলাম এত মাজবুর এত চেয়েছি তবু ঠেলতে হলো দূর।। ছিলো এক, বলেছি অন্য কথা প্রকাশি।ঐ আজও ঐ নামে রাখি বাতায়ন খোলা ভুলে যেও মোরে, আমার হবেনা ভুলা। কোনদিনওকি পড়বে সামনে আসি?ঐ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।