গানের জন্য গান হয়োনা বাঁচার নিশান হয়ে, যুগান্তরের শ্লোগানটাকে তুমি এনো বয়ে
একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সেকি আসে আমি যারে বেসেছি ভালো।
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শরমে রাঙে মন কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগে মন ভরালো।
আমি এক যোগ্য মহানগরীর
যারে ডাকি কেন তার পাইনা সাড়া
চোখে তাই ঝরঝর বৃষ্টি ধারা
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এসময়ে ভালো আর লাগেনা একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।
একখানা মেঘ ভেসে এল আকাশে - ভূপেন হাজারিকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।