আমাদের কথা খুঁজে নিন

   

এ প্রশিক্ষণে যা পেয়েছি।



আমি ওয়ার্ল্ড নেট এর মাধ্যমে ডি-নেট থেকে পল্লীতথ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করার সুযোগ পায়। প্রথম দিকে ভেবেছিলাম এ প্রশিক্ষণ আমার খুব একটা প্রয়োজন নেই। পরে আর কিছু না ভেবে নিজে নিজে স্থির করলাম অন্তত এ প্রশিক্ষণে অংগ্রহণ করব এবং করলাম। প্রথম দিন ক্লাসটা খুব একটা বুঝতে পারিনি। কিন্তু দ্বিতীয় ক্লাস শেষ হওয়ার পর অবাক হয়ে গেলাম আমার জানার বাইরে এত কিছু রয়ে গেছে ? নিজেকে নিজে প্রশ্ন করি এবং পরের ক্লাসে এর উত্ত পাব বলে আশা করতে থাকি।

এমিন ভাবে তৃতীয় ক্লাস শেষ করি। ৪র্থ ক্লাসে এসে ব্লগ শেষ করে যখন প্রশিক্ষক এসে বলেন আমাদের এসাইনমেন্ট তৈরী করতে তখন একেবারে থমকে উঠি। এই বুঝি আমার একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষেণর সময় শেষ। আমি এ প্রশিক্ষণের গুরুত্বটা আরো বুঝতে পারি এই সময়ের মধে্ প্রেকটিসের সময়টিতে। ঐ সময় বুঝতে পারি এখান থেকে কি শিখলাম।

আমি দীর্ঘ দিন ইউজার হিসেবে ওয়েবের সাথে জড়িত। কিন্তু এ সকল সাবজেক্টিব বিষয়ের উপর আমার কোন ধারনা ছিল না। এ প্রশিক্ষণ এর মাধ্যমের জানলাম। প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশিক্ষণের সকল প্রশিক্ষক এবং ডি-নেট এর সকল স্টাফদের শিখানোর ঐকান্তিক প্রচেষ্ঠা। এখানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যেম ওয়েবে ওপেন সোর্সে কাজ করার কৌশল শিখলাম।

তার রিলেটেট প্রোগ্রাম উইকিপিডিয়া, জুমলা, ব্লগ, বিজ্ঞানী ডট কম-এ রিপোর্ট লেখার মত যোগ্যতা আমার হয়েছে। অন্যদিক থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল- "‍কিভাবে রিপোর্ট লিখতে হয়। " আমি পূর্বে কখনো কোন প্রকার রিপোর্ট তৈরী করতে জানতাম না। লিখার জন্য ভেবেছি কিন্তু বাস্তবে কোন রিপোর্ট লেখার সাহস/পন্থা পায়নি। যা ডি-নেট এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্য একটি রিপোর্ট কিভাবে তৈরী করতে হয় তার প্রাগঅবস্থাটা অর্জন করতে পেরেছি।

ডি-নেট থেকে এ প্রশিক্ষণ গ্রহণ করে ওয়েব সম্মন্ধে অনেক নতুন বিষয় জানতে পেরেছি। ভবিষ্যতে প্রেক্টিসের মাধমে আরো ব্যপক কিছু জানার চেষ্ঠা করব। এবং এ সংক্রান্ত বিষয়ে অন্যদেরকে অবগত করাব। শিখার উদ্দেশ ও লক্ষ্য আমার পূরিপূর্ণ হয়েছে। আমরা আমাদের এলাকায় বাস্তবে প্রয়োগ করে ডি-নেট এর প্রশিক্ষণ কর্মশালার এ মহান উদ্দোগকে কাজে লাগানোর চেষ্ঠা করব।

Mohi Uddin Sandani Telecom & Net Meghna Feri Ghat, Bhairab, Kishorgonj. E-mail : Cell:01912115751

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।