আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিত প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণে ঢাকায় ত্রিপক্ষীয় চুক্তি সই

সাধারন মানুষ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং কোন কোন ক্ষেত্রে তাদের মেধা আর সাধারণের চেয়েও বেশি। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষতার এ যুগে শিক্ষিত প্রতিবন্ধীরা কম্পিউটার শিখে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারে। তারা যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে আর দশজনের মতো হতে পারে আত্মপ্রত্যয়ী। কাজের ক্ষেত্রে তারা যথেষ্ট মনোযোগী বলে বর্তমানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করাসহ সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়েও ক্যারিয়ার গঠন করছে। আত্মকর্মসংস্থানে শিক্ষিত প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে তাদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

এর আওতায় প্রাথমিকভাবে তাদের গ্রাফিক্স ও ওয়েব ডেভেলপমেন্টসহ আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। গত ৩১ ডিসেম্বর ঢাকার আদাবরস্থ সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-র হেড অফিসে ক্রিয়েটিভ আইটি লিমিটেড (http://www.creativeit-ltd.com), সাইটসের্ভাস (http://www.sightsavers.org/) ও সিএসআইডির (http://www.csid-bd.org/) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্ট রিফাত সাহপার খান, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান কাবুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) উপ-পরিচালক সরকার আবুল কালাম আজাদ, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, মাই আউটসোর্সিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. তানজিরুল বাসার, আহসানিয়া মিশনের ইঞ্জিনিয়ার মো. আবদুস সাদেক সমন্বয়কারী এসটিডি-আরএমজি, ইভা মেরিয়ন, সিস্টেম এনালিস্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ উক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিসিসির উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আজকের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই কার্যকর একটি পদক্ষেপ।

এটা বড় আশার কথা যে, তিনটি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের আইটিতে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগী হয়েছে। আশা করছি, সিএসআইডি ও ক্রিয়েটি আইটি প্রতিবন্ধী ব্যক্তিদের স্কিল ডেভেলভ করবে ও মাই আউটসোর্সিং লিমিটেড তাদের যথাযথ কর্ম সংস্থানের ব্যবস্থা করবে। আগামী তিন মাসের মধ্যে আমরা এর ফলাফল দেখতে চাই। মাই আউটসোর্সিং লিমিটেডের সিইও তানজিরুল বাসার বলেন, আজকের এই সমঝোতা চুক্তি অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমার প্রতিষ্ঠানে এখন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ সৃষ্টিসহ কোটা নির্ধারণ করবে।

উল্লেখ্য, সিএসআইডির সহায়তায় ইতোমধ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রতিবন্ধীদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণের বেশ কয়েকটি ব্যাচ সমাপ্ত হয়েছে। যাদের অনেকেই আউটসোর্সিংয়ে কাজ করাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এ সংক্রান্ত আরো সংবাদ লিঙ্কসমূহ- ইত্তেফাক : Click This Link কালের কন্ঠ : http://kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1116&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=1#.UOsiKaz_isw আমার দেশ : Click This Link সংবাদ : Click This Link প্রিয় টেক : http://tech.priyo.com/news/business/2013/01/07/7797.html কম জগত : http://www.comjagat.com/home/news/details/2857 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.