আমাদের কথা খুঁজে নিন

   

ঈমান প্রসঙ্গ -৪

রাজা

রাসুলদের প্রতি বিশ্বাস সকল নবী ও রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যাদের প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আপন বান্দাদের মধ্য হতে বহু সংখ্যক রাসুল – শুভ সংবাদবাহী, ভয় প্রদর্শনকারী ও সত্যের পথে আহব্বায়ক রূপে প্রেরণ করেছেন। প্রথম রাসুল হচ্ছেন নুহ (আঃ) আর শেষ রাসুল হচ্ছেন মুহাম্মদ (সাঃ)। যারা তাদের আহব্বানে সাড়া দিয়েছেন তারা সৌভাগ্য লাভ করেছেন, আর যারা বিরোধিতা করেছে তারা হতাশা আর অনুশোচনার শিকারে পরিনত হয়েছে।

রাসুলগন হচ্ছেনে মানুষের মধ্যে সর্বত্তোম ও তাদের থেকে মনোনীত। তাদের কেউ কেউ একে অন্যের উপর মর্যাদা প্রাপ্ত, এদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত হলেন নুহ, ইব্রাহীম, মুসা, ঈসা ও মুহাম্মদ (সাঃ)। এদের সবার থেকে মর্যাদা সম্পন্ন হচ্ছেনে ইসলামের নবী মুহাম্মদ (সাঃ)। রাসুলগণ আল্লাহর সৃষ্ট মানুষ। আল্লাহ ছাড়া তাদের ইবাদত করা এবং তাদেরকে আহব্বান করা বৈধ নয়।

তারা পানাহার করতেন, অসুস্থ হতেন, মৃত্যুবরণ করেছেন এক্ষেত্রে তাদের অবস্থা মানুষের অবস্থা। একটা ভিন্নতা হচ্ছে এই যে, তাদের ভালবাসা, তাদের অনুসরণ, সাহায্য করা এবং তাদের শত্রুদের থেকে বিচ্ছিন্ন করে নেওয়া অপরিহার্য। রাসুলদের প্রতি ঈমান এবং তাদের ব্যাপারে যে সমস্ত খবর এসেছে তারপ্রতি বিশ্বাসকে শামিল করে। অনুরূপভাবে খাতামুর রাসুল যিনি সকল মানুষের নিকট প্রেরিত হয়েছেন তার শরীয়ত অনুযায়ী আমল করাকে শামিল করে, তিন হচ্ছেন আমাদের রাসুল মুহাম্মদ (সাঃ)। সুরা নাহল (১৬:৩৬) আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক| অত:পর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ্ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল| সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।

তৃতীয় পর্ব দ্বিতীয় পর্ব প্রথম পর্ব চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।