বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি, সেভাবে যদি নিজেরা দেশের উন্নয়নে এগিয়ে আসতাম তা হলে, কোথায় থাকতাম আমরা আজ ???
পারবে কি জবাব দিতে শেখ মুজিব, বাঘা সিদ্দিকী, শেরে বাংলা, শেখ হাসিনা, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারেক রহমান, জয় ??
পারেব কি???????????
আমার এখন কেদেঁ চিতকার করতে ইচ্ছা করছে, আমি এতো Emotional কমই হয়েছি, টাইপ করতে করতে চোখ দিয়ে জল পড়ছে, ঠিক টপ টপ করে পড়ছে না, তবে হয়ত চিক চিক করে গড়িয়ে পড়ছে । ৭-ই মার্চ এ যদি ঐতিহাসিক ভাসনে সরাসরি স্বাধীনতার ডাক দিতো তাহলে কাল রাত্রি দেখতে হতো না !!
দেখতে হতো না ছাত্রদের নির্বিচারে হত্যার বধ্যভূমি !!!
দেখতে হতো না বুদ্ধিজীবিদের ডেকে ডেকে পাখি শিকার !!!!
হতো না, রাজাকার-আলবদর-আলশামস যা নিজ জাতিই নিজেকে ডুবাতে শুরু করেছিল । দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার বাহিনীর সহযোগীতাকারী ছিল বেশিরভাগই বেশ্যা শ্রেনীর মানুষ, এখন এদেরকে কি এধরনের কিছু মনে করব কি না ?
জানি না ।
হত না কোন রক্ত শ্রোত । যদি একটি ডাক দিত ঐতিহাসিক ভাসনে !!! সব কিছুর নিয়ন্ত্রন নিয়ে নিতে পারত, শেখ মুজিব; আমাদের দেশের মানুষ ।
প্রত্যেক জাতির একজন নেতার প্রয়োজন ছিল, থাকবে, যা শেখ মুজিব পুরন করে ।
আচ্ছা বাদ দেই । এই ভুল যখন হয়েই গেছে, এটাকে ফিরে আনা যাবে না ।
কিন্তু এরপর কি করল দেশ শাসন এর নামে শেখ মুজিব ?????
আমার কাদঁতে ইচ্ছা করে এত বড় বীর নেতার মৃত্যু নাকি নৃশংস্য ভাবে আপন জাতির হাতেই হয়েছে । কষ্ট হয়, বড় কষ্ট, সেই জাতিরই নাকি অংশ আমি???
না হয়, মানুষ মাত্রই ভুল করে ।
এরপর বহু হাত ঘুরে ঘুটি এসে ভিড়ল জিয়াউর রহমান এর কাছে । তারপর উনি কি করল? তারও মৃত্যু হল শেখ মুজিবুর রহমান এরমত । আমি এই লজ্জা কোথায় লোকাই?
বহু হাত ঘুরে এবার এল ক্ষমতা এরশাদ এর হাতে । সে তো সবচেয়ে নিম্নে নিয়ে গেল । তার প্রাথমিক পদচারণা সঠিক হলেও সবার মতই বিপথে যেতে সময় লাগল না ।
এরপর ঘুড়ি উড়তে উড়তে গোত্তা খেল খালেদা জিয়ার কাছে । এখন থেকে শুধুই দেশকে ব্যবহার করা হয়েছে নিজে স্বার্থে ।
এরপর শেখ হাসিনা, তিনিও ব্যতিক্রম নন ।
আবারও খালেদা জিয়া । কি হল কিছুই হয় নি ।
দেশে কি ছিল না, কক্সবাজার, গ্যাস, পাট, জুট মিল, চা, কয়লা, বনভূমি ।
কিন্তু একটি গুনও কাজে লাগাতে পারেনি, সঠিক ভাবে । আমার এখন চিতকার দিয়ে বলতে ইচ্ছা করছে, দেশকে পিছনে ফেলে লাভটা কি হল, জাতি হিসিবে কি একটুও দায়িত্ব নেই, দেশকে, এই জাতিকে বিশ্বের অন্য জাতির কাতারে ফেলতে??????????????????????????????????????????????????????????????????????
কসম আল্লাহতাআলার যদি তারা সবাই দেশের চিন্তা করে ব্যক্তি স্বার্থকে একটু দূরে রাখত, আমি বলছি সবাই নিজের নিজের চিন্তা করে, সুতরাং ব্যক্তি স্বার্থ খারাপ না, কিন্তু তা প্রাপ্য অনুযায়ী হলে দেশের চিন্তা এমনিই আসত । আমি ব্যক্তি স্বার্থকে আলাদা করতে বলছি না ।
কিন্তু সবার আগে দেশ, জাতি এরপর নিজের ব্যাপার আসবে ।
আজকে দেশের এই দুরবস্থা এই সব স্বার্থান্বেষী নেতা-নেত্রীদের জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।