সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
ড. আকবর আলী খান । ইয়াজ উদ্দিনের ত্ত্তাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়ীত্ব পালন কালীন সময়ে ইয়াজ উদ্দিন সরকারের একপেশে নীতি ,পক্ষপাতমুলক আচরনের জন্য আর ও তিনজন উপদেষ্টা সহ পদত্যাগ করে সারা দেশে আলোচনায় আসেন ।
যদিও আকবর আলী খান এর আগেই স্বনামধন্য আমলা । সারা দেশেই পরিচিত মূখ। তাকে ভাবা হয় স্বাধীনতাত্তোর বাংলাদেশের অন্যতম মেধাবী আমলা হিসেবে ।
গত কয়েক দিন ধরেই পত্রিকায় তাঁর কিছু বক্তব্য আসছে যা বর্তমান সময়ে দেশের বাস্তবাতা এবং ভবিষ্যতকে দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে ।
--''দেশে নিরব দূর্ভিক্ষ চলছে ''
এ বক্তব্য দিয়েই প্রথম আলোচনায় আসেন এই সাবেক উপদেষ্টা । এর পর তিনি বার্তা দিয়েই চলছেন একের পর এক ।
তিনি বলেছেন,''সরকার হচ্ছে জনগনের মা-বাপ , দেড় কোটি অভুক্ত মানুষকে খাবার দিন ''।
তিনি বলেছেন, ''দ্রব্যের দামের কারনে দরিদ্র মানুষকে ক্ষুদার্ত জানোয়ারের মত বাঁচতে হবে ।
সরকার ব্যাবসায়ীর মত আচরন করলে দ্রব্য মূল্য কমবে না ''।
সর্বশেষ তিনি যা বলেছে তা রীতিমত আশংকাজনক তিনি বলেছেন, ---''খাদ্য সংকটের কারনেদেশে পেট মোটা শিশুর সংখ্যা বাড়বে ''।
এই বক্তব্যের পর বার বার চোখের সামনে ভেসে উঠছে ইথিয়পিয়া ,পাপুয়ানিউগিনি , কম্বোডিয়া সহ আফ্রিকার দরিদ্র পিড়িত দেশ গুলোর কথা ।
উপরোক্ত উক্তিগুলো কোন দেশের জন্যই সুখবর নয় । আমাদের সরকারের এই বিষয়ে কোন প্রতিক্রয়াই দেখা যাচ্ছে না ।
সরকার কি জনগনের জন্য কিছু ভাবছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।