আমাদের কথা খুঁজে নিন

   

মামুন অ্যান্ড হিজ পুতুপুতু গার্ল (পর্ব২)

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সাথী আর মামুন ইদানীং ফোনে ভালই আলাপ চালাচ্ছে। আলাপের বিষয়বস্তু হচ্ছে সাথি তোমার কেমন ছেলে হ্যাসবেন্ড হিসেবে পছন্দ, বলে মামুন। সাথী: আ......আ.....হি মাস্ট বি ভেরি কেয়ারিং..... মামুন: আর?আমি একজনকে জানি এরকম.... সাথী: তাকে অনেক এডুকেটেড হতে হবে, তাকে একজন সফল মানুষ হতে হবে, দেশের বাইরে সেটেল্ড হতে হবে.... মামুন: আচ্ছা সে তাই ই হবে, আর? সাথী: তার জীবনে আগেও কেউ থাকবে না আর পরেও কেউ থাকবে না, আমি ছাড়া। মামুন: আর? (আগে কেউ নাই এটা বলা যায় কিন্তু পরে......কি করে বলবো, মনে মনে বলে মামুন) সাথী: আমার সাথে থাকলে অন্য মেয়ের দিকে তাকাবে না। মামুন: আশ্চর্য!! সাথী তোমার মত মেয়ে সাথে থাকতে আমি অন্য দিকে তাকাবো কেন?! (বলেই মামুন নিজের মুখ পারলে নিজেই চেপে ধরে, নিজের কথা বলে ফেলেছে সে) সাথী গদগদ হয়ে বলল, আমি রান্নাবান্না করতে পারি না।

তাছাড়া চুলার কাছে গেলে আমার স্কিন নষ্ট হয়ে যেতে পারে..... মামুন: আচ্ছা, সে রান্নাও করবে। এইবার সাথী আবার আগের ন্যায় নাখরামী শুরু করল, প্লিজ আপনি আমাকে আর ফোন করবেন না। মামুন: আমি তোমার সাথে কি কোন খারাপ ব্যবহার করেছি!! যে তুমি আমাকে এভাবে হার্ট করে কথা বলছো!! সাথী: আই ডোন্ট নোও.... মামুন: সাথী: ইউ নো সাম গাইজ আর ডিসটারবিং মি.....আই থিঙ্ক মাই ফ্রেন্ডস হ্যাভ গিভেন দেম মাই নাম্বার...মে বি.....ই (ইউ টা পুরোপুরি বলতে পারল না) মামুন: বল কি!! থ্যাঙ্কস যে তুমি আমাকে সন্দেহ কর নি (ক্লোজআপহাসি) সাথী: না আপনি আর ফোন করবেন না। মামুন: আচ্ছা করবো না, শুধু একবার আমার সাথে দেখা করো। সাথী: মাথা খারাপ? মামুন: এতে মাথা খারাপ হবার কি আছে!! সেই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিবো।

সাথী: না না আমি দেখা করবো না। মামুন: দেখা করো, ভাল লেগেও যেতে পারে (ক্লোজআপহাসি) সাথী: আ.... আ.... নো.... মামুন: প্লিজ আমার শেষ রিকোয়েস্টটা রাখো। সাথী: আচ্ছা, কবে কোথায়? মামুন সাথীকে স্থান এবং সময় বলল। মামুন কে কি কালারের পোশাক পরবে বলতে যাচ্ছিল, সাথী তাকে থামিয়ে বলল, আপনি কালারের কি বুঝেন যে বলবেন!? মামুন: সাথী: আমি পচা পাতা কালারের জামা পড়ে আসবো আর আপনি শিয়াল কালারের শার্ট পরে আসবেন। ভুলেও যেন পাজ্ঞাবী পরে জামাই সেজে আসবেন না।

মামুন: আচ্ছা মামুন শিয়াল কালারটা চেনে না শেষে সাথী আবার মত পাল্টায় এই ভয়ে আর কথা বাড়ালো না। মামুন চিকনা মত এক লোককে প্রশ্ন করল, এই যে ভাই এখানে পচা পাতা কালারের জামা পড়া কোন মেয়েকে দেখেছেন? জিলাপী খেতে খেতে চিকনা লোকটা বলল, না রে ভাই দেকি নাই মামুনের আসার কথা ৫টায় কিন্তু সে ৪টায় এসেছে, ভেবেছে যদি সাথী আগে এসে তাকে না পেয়ে চলে যায়। ৫টা....৬টা....৭টা....বাজল কিন্তু সাথী এল না, তাকে ফোন করে দেখলো ফোন বন্ধ। চিকনা লোক: কি ভাই কারো জননো অপেক্কা করচেন? মামুন বিরক্ত হয়ে: হ্যা। চিকনা লোক: আইবে না আইবে না মামুন এইবার চিনতে পারলো এই সেই চিকনা বদটা যে লোক জড় করে তাকে মার খাওয়াতে চেয়েছিল।

মামুন: যান তো বিরক্ত করেন না চিকনা লোক: ঐ কেডারে ওই কেডা তুই আমারে যাইতে কওনের? চিকনা লোকটার আচরণে ভয় পেয়ে বিনয়ের সাথে বলল মামুন: আচ্ছা আপনি আপনার মত থাকেন আমাকে আমার মত থাকতে দেন। (আম্মাআআ) চিকনা লোকটা একটু দূরে দাড়িয়ে মামুনকে দেখে হাসতে থাকলো। শেষে সাড়ে সাতটায় মামুন বাসায় এক বুক কষ্ট নিয়ে বাসায় ফিরে গেল। সে রাতে তার ঘুম হল না। কেবলই মনে হল, এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলে তুমি সাথী!!! এই তোমার ভালবাসা?! এই তোমার মোহাব্বাত!!......


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।