মুশতাহির কল্পবাবু
শহীদের কবরপাড়ে
এক কচি শিউলিগাছ জন্মাতে দেখেছি আমি,
বড় ক্ষুদ্র সে, পথধারের বৃক্ষগুলো তার পানে
ফিরে চায় না একবারও, তবু-
কচি কাণ্ডে ভর করে , বেড়ে ওঠে সে কী বিপুল উল্লাসে !
বৈশাখী ঝড়ে, স্রোতের প্লাবনে
ডুবে যায় তবু পৃথিবীর বুক থেকে
মুছে যায় না তার নাম, যেন
শহীদের শক্তি সবটুকু সঞ্চায়িত হয়েছে তার মাঝে, আজ
যেন তার রন্ধ্র রন্ধ্র সুকান্তের মন্ত্র জপে সোল্লাসে উঠছে বলে-
"আমি মাথা নোয়াবার নই"।
আমি অবাক হই।
ছোট্ট শিউলি গাছের কি প্রখর প্রাণশক্তি !
মমতায় তার 'পরে হাত বুলাই
ক্ষীণকায় শাখাগুলো আমায় কাছে টেনে রাখে
কচি পাতাগুলো আমাকে ডাকে ভালোবাসার আজন্ম তৃষ্ণায়
যেন, ভালোবাসা হলে তার সবটুকু হয়
ভালোবাসা হলে
তিরতির করে বেড়ে উঠবে সে যে- আমি জানি।
তাই নয়নের নির্যাসে
সিক্ত করি শিউলির পদতল আমি
নিশ্চিত জেনে-
একদিন এ শিউলি গাছে ফুটবে ফুল
ক্ষণিকের তরে স্তব্ধ হবে ব্যস্ত-ব্যাকুল
কোলাহল সব: ধবল বেশ জড়িয়ে রইবে দশদিক, আর
মায়াবী সুবাসে পথের ডাকে ভিড়বে এসে হাজার পথিক।
সেইদিন
শহীদের অমর সত্তা ধুলোর আড়ালে থেকে
সুখের আবেশে ডুকরে কেঁদে উঠবে শতবার, যেন
ফুলেল শিউলিতলে বুনেছিল সে তার সবটুকু স্বপ্ন
আজ প্রজাপতি নিবে সেই স্বাদ
আজ সার্থক তাঁর মরন-বিষাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।