জীবন যখন যেখানে যেমন
আবির রঙে রাঙা শেষ বিকেলের আকাশ,
যেন শিল্পির তুলিতে আঁকা কোন কল্পিত ছবি।
অদ্ভুত সব রঙের কারুকাজে ভরা,
নিখুঁত সৌন্দর্যে গড়া প্রতিটি দৃশ্য।
পড়ন্ত রোদের একটুকরো আলো,
পাতার আড়াল থেকে লুকোচুরি খেলছে।
অসম্ভব সুন্দর মায়াময় শান্ত চারিদিক।
দূরে,দল বেঁধে এক ঝাঁক পাখিরা নীড়ে ফিরছে,
একতার বন্ধনে আবদ্ধ হয়ে তারা উড়ে চলেছে।
তাদের এই দৃঢ় একনিষ্ট একতার কাছে আজ আমরা পরাজিত।
আজ আমরা অনেক পেছনে ফেলে এসেছি সেই সব,
সংগ্রামের দিনে একত্রিত হয়ে পথচলার রক্তক্ষয়ী যুদ্ধের দৃশ্য।
অগনিত ভাইয়ের রক্তস্রোতের বিনিময়ে গড়া,
অগনিত বোনের লুণ্ঠিত আব্রুর বিনিময়ে গড়া,
অগনিত মায়ের সন্তান হারানো ব্যাথার বিনিময়ে গড়া,
স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা,
আজ একতার সংজ্ঞা বুঝি না।
আবির রাঙা আকাশটা ধীরে ধীরে,
কালো আঁধারে ঢেকে যাচ্ছে।
আবছা অন্ধকারটা সময়ের সাথে সাথে,
গাঢ় আঁধারে পরিণত হচ্ছে।
যেন কোন অশুভ ইঙ্গিত বয়ে আনছে।
আকাশের স্বাধীন চাঁদটা আজ চোখে পড়ছে না,
পরাধীনতার কালো আঁধারে যেন সেটি হারিয়ে গেছে।
অমাবশ্যার কালো ছায়ার হাত থেকে পূর্ণিমার আলো ফিরে পেতে,
চাঁদটিকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
কিন্তু স্বাধীন হয়েও পরাধীনতার এই কালো হাত থেকে মুক্তি পেতে,
আমাদের অপেক্ষা করতে হবে আরও কতদিন.......????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।