আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্নধর্মী আমেজের ছবিতে আবির-রাইমা

বরাবরের মতোই পরিচালক অতনু ঘোষ নতুন ধাঁচের গল্প নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এবার পর্দায় নিয়ে আসছেন রিয়্যালিটি ও ফ্যান্টাসির অদ্ভুত মিশ্রণ ৷ 'অভয় সেন' নামের এই ছবির জন্য সাহায্য নিয়েছেন টাইম ট্র্যাভেলের। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেখা যাবে রাইমা সেনকে। ছবিতে রয়েছেন চিরঞ্জিত, নীল মুখোপাধ্যায়, বিশ্বনাথ, অরুণিমা ঘোষ।

জানা যায়, ছবির গল্প তৈরি হয়েছে একটি মানুষের স্বপ্ন ও বেকারত্বের সমস্যা নিয়ে। গল্পে অভয় এক বৈজ্ঞানিকের সাহায্যে টাইম মেশিনে চড়ে চাকরির খোঁজে পাড়ি দেবেন ১৯৮০ সালে। সেখান থেকেই শুরু হবে বাস্তব ও ফ্যান্টাসির দ্বন্ধ। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক সামাজিক সমস্যার কথাও তুলে ধরবেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে 'অভয় সেন' ছবির শ্যুটিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.