যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
গাড়ী চালানো একটা মারাত্বক এক ঘেয়ে কাজ। এইটা অনেকেই স্বীকার করবেন - বিশেষ করে যারা প্রতিদিন কাজে যেতে ড্রাইভ করতে হয়। সেই বিরক্তিকর কাজটাকে কিছুটা সহনীয় করার জন্যে অনেকে সিডি শুনে - কিন্তু গান শুনে গাড়ী চালানো বিপজ্জনক - বিশেষ করে রবীন্দ্র সংগীত। গানের দিকে মনোযোগী হলে ড্রাইভিং থেকে মন সরে যায়। তবে আমার পছন্দ রেডিও শুনা।
সুযোগ পেলেই কানাডার সিবিসি রেডিওর প্রশংসা করি। আসলেই কর্পোরেট সংতির ভিতরেও একটা পাবলিক ব্রডকাস্টিং সংস্থা দারুন অনুষ্টান প্রচার করে। আরও ধন্যবাদ দেই মনে মনে মারকোনী সাহেবকে - যিনি রেজিও আবিষ্কার করেছেন।
মনে হচ্ছে ধান ভানতে শিবের গীতই শুরু করলাম। আসলে এই রেডিও থেকেই গল্পটা শুরু।
একদিন কি একটা বিষয়ে বিরক্ত ছিরাম। গাড়ীতে বসে স্টার্ট দিতেই চমৎকার বাঁশির সুর ভেসে এসো। অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম আসে পাশে কোন গাড়ী নেই - কমপক্ষে কোন ভারতীয় থাকলে হয়তো ভাবতাম - ওদের গাড়ীতে এই সুর বাজছে। ভাল করে লক্ষ্য করলাম - কেউ কি কোন সিডি ভুলে গাড়ীতে রেখে গেছে কিনা। কিন্তু না -দেখলাম সিবিসি রেডিও বাজছে।
পরের কয়েক মিনিট মুগ্ধ হয়ে বসে থাকলাম - যতক্ষন না বাঁশি সুরটা শেষ না হয়।
কয়েক মিনিট পর - অনুষ্ঠানের উপস্থাপক জানালো - এতোক্ষন আমরা ক্যাথেরিন পোর্টারের বাজানো বাঁশি শুনলাম।
ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ - মানে সেইটা ছিলো ক্যাথেরিন পোর্টার নামের এক শিল্পীর সাক্ষাৎকার।
এতো চমৎকার বাঁশি আগে কখনও শুনিনি। কিন্তু শুধু নামটা শুনলাম শিল্পীর "ক্যাথেরিন পোর্টার"।
পরে ইন্টারনেটে খুঁজতে গিয়ে আরেক ঝামেলা - CATHERINE POTTER বানানটা কি হবে। অনেক ঝামেলার পর পেলাম লিল্পীর জীবনী। সে এক অবাক বিস্ময়। ক্যাথেরিনের জন্ম মন্ট্রিয়লে - শুধু বাঁশি শেখার জন্যে ভারতে চলে গিয়েছিলো।
পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়ার কাছে বাঁশি শেখার সাথে সাথে জ্যাজ, ইন্ডিয়ান মিউজিকসহ ক্লাসিক্যাল মিউজিকের উপর দক্ষতা রয়েছে ক্যাথেরিনের।
ক্যাথেরিন পোর্টার পূর্ব-পশ্চিমের সংগীতকে এক সুতায় বাধার প্রয়াস হিসাবে "দুনিয়া" নামে একটা ফিউশান দল তৈরী করেন। মজার বিষয় দেখলাম সেই দলে সুবীর দেব নামের এক বাঙালী তবলা বাদকও আছে।
বর্তমানে কানাডার সব নামী-দামী অডিটরিয়ামে অনুষ্ঠান করে বেড়াচ্ছে।
একাগ্রতা আর শেখার আগ্রহই ক্যাথেরিনকে কানাডার সবচেয়ে ভাল বংশীবাদ হিসাবে পরিচিত করে।
ক্যাথেরিন পোর্টারের সম্পর্কে আরো জানতে চাইলে - Click This Link
অডিও ফাইল: http://www.catherinepotter.net/AUBE.mp3
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।