রহস্যময়ী তুমি,
তোমাকে বুঝিনা কিছুতেই!
আকাশের তারাগুলো হয়তো গুনে ফেলা যাবে,
কিন্তু তোমাকে বুঝতে পারবো না..এ জীবনে তো নয়ই!
একদিকে চোরা চাহনিতে থাকে -
কাছে যাবার আহবান;
আর কাছে গেলেই অসভ্য বলে দূরে ঠেলে দেয়া!!
মুঠো ফোনে একটি চুমুর জন্য কতনা আব্দার;
অথচ দু'হাতে মুখটা চেপে ধরলেই পালাতে চাও!
তুমি কী আমার সাথে খেলা করছো?
না, তোমাকে মিথ্যাবাদী বলতে চাই না;
তাই তো ভেঙেচুরে দেখতে চাই তোমার ভিতরটাকে -
সেখানে আসলেই আমার জন্য কী আছে??!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।